Elephant attack: পড়ুয়াদের উপর হাতির হামলা এড়াতে স্কুলগুলির কাছে রুটম্যাপ চাইল মধ্যশিক্ষা পর্ষদ

গত বছর হাতির হানায় প্রাণ গিয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। সামনেই রয়েছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। তাই এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য আগেভাগেই ব্যবস্থা নিতে শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে রাজ্যের জঙ্গল সংলগ্ন এলাকাগুলির মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে যাওয়ার রুটম্যাপ, সেখানে কখন কোন পথে বাস চলাচল করবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য স্কুলগুলির কাছে চেয়ে পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এ বিষয়ে ১২ জানুয়ারির মধ্যে স্কুলগুলিকে জেলা প্রশাসনের কাছে বিষয়টি জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষা দিতে হবে কড়া নজরদারিতে, ফরমান জারি করল মধ্যশিক্ষা দফতর

জঙ্গল সংলগ্ন ৫ বর্গ কিলোমিটারের মধ্যে অবস্থিত স্কুলগুলিকে এ বিষয়ে রুটম্যাপ, বাসস্ট্যান্ড এবং বিভিন্ন স্টপেজে বাস ছাড়ার সময় জানাতে বলা হয়েছে। পর্ষদের মতে, পরীক্ষার্থীদের জন্য বাস ছাড়ার সময় খুবই গুরুত্বপূর্ণ। ১২ জানুয়ারির মধ্যে স্কুলগুলিকে এ বিষয়ে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে রুটম্যাপ, অ্যাডমিট কার্ড বিলি করার সময় পড়ুয়াদের জানিয়ে দিতে পারবে স্কুলগুলি। এরফলে সুবিধা হবে পড়ুয়াদের। পড়ুয়া এবং অভিভাবকরা যাতে সরকারি যান পরিষেবা ব্যবহার করতে পারেন তার জন্য জেলা মাধ্যমিক পরীক্ষার কনভেনার এবং বিদ্যালয়ের পরিদর্শকের মাধ্যমে তার ব্যবস্থা করা হবে।

প্রসঙ্গত, গত বছর হাতির হামলায় মৃত্যু হয়েছিল এক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছিল জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের বৈকুন্ঠপুর বনবিভাগের জঙ্গল লাগোয়া মহারাজ ঘাটে। অর্জুন দাস নামে ওই পড়ুয়ার মৃত্যু হয়েছিল। তাকে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে বাইকে যাচ্ছিলেন তার বাবা। তখনই বাইকের সামনে চলে এসেছিল হাতি। বাইক দেখে হাতি তাড়া করে। সেখানেই অর্জুনকে হাতিটি পিষে হত্যা করেছিল। এই ঘটনা ঘিরে শোক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

অন্যদিকে, এই ঘটনার পরেই একটি নির্দেশিকা জারি করেছিল বন দফতর। সেক্ষেত্রে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বন্য প্রাণীদের হামলা থেকে বাঁচাতে তাদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া এবং ফেরানোর ব্যবস্থা করা হয়। তাই এবার রুটম্যাপ চেয়ে পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বনাঞ্চল এলাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে বাসের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া পেট্রোলিংয়ের ব্যবস্থা করেছিল বন বিভাগ।