Chilka Lake: চিলকায় পথ হারাল কেন্দ্রীয় মন্ত্রীর নৌকা, ঘণ্টা দুয়েক সে-কী অবস্থা!

মৎস্যজীবীদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রুপালা। আর নৌকায় করে যাওয়ার সময় তিনি অন্তত দু ঘণ্টা ওড়িশার চিলকা লেকে আটকে যান। আটকে যায় তাঁর নৌকা। গোটা ঘটনায় শোরগোল পড়ে যায়। পরে প্রশাসন অপর একটা জলযান পাঠিয়ে তাঁদের উদ্ধার করে।

প্রথম দিকে মনে করা হচ্ছিল জেলেরা যে জাল পেতে রেখেছিলেন তাতেই আটকে যায় কেন্দ্রীয় মন্ত্রীর নৌকা। পরে মন্ত্রী অবশ্য দাবি করেন তাঁদের নৌকা রাস্তা হারিয়ে ফেলেছিল।

পরে প্রশাসনের পক্ষ থেকে আর একটা নৌকা পাঠানো হয়। এদিকে ওই নৌকায় বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও ছিলেন।স্থানীয় কিছু দলীয় নেতারাও ছিলেন ওই নৌকায়।

বারকুল থেকে রওনা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীর নৌকা। চিলকা হ্রদ দিয়ে তারা পুরী জেলার দিকে যাচ্ছিলেন। নলবন পাখিরালয়ের কাছে তাঁর নৌকা আটকে যায়। প্রায় দুঘণ্টা মোটরচালিত নৌকা আটকে যায়।

মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, অন্ধকার হয়ে যাচ্ছিল। যিনি নৌকা চালাচ্ছিলেন তিনি এই রুটটা ঠিক জানতেন না। আমরা রাস্তা হারিয়ে ফেলি। আর দুঘণ্টা লাগল গন্তব্যে যেতে।

তবে প্রশাসন দ্রুত ওখানে অপর একটি নৌকা পাঠায়। সেটাতে চেপেই মন্ত্রী যান। এদিকে পুরী জেলায় মন্ত্রীর একটা কর্মসূচি ছিল। সেটা শেষ পর্যন্ত বাতিল করা হয়। রাত সাড়ে দশটায় তাঁরা পুরী পৌঁছন। সাগর পরিক্রমার অঙ্গ হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী ওড়িশায় গিয়েছিলেন। মৎস্যজীবীদের সঙ্গে কথা বলার কথা ছিল তাঁর।

রুপালার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও ছিলেন। পারাদ্বীপ মৎস্যবন্দর উন্নয়ন নিয়ে একটি প্রকল্পের শিলান্য়াস করেছেন তাঁরা।