Ram Temple: আদানি,আম্বানি ছাড়া আর কারা আমন্ত্রিত রামমন্দিরে? ১০০ বিমান নামতে পারে ২২ তারিখ

দিন ক্রমশ এগিয়ে আসছে। ২২ জানুয়ারি অযোধ্য়ায় রামমন্দিরের উদ্বোধন করা হবে। ভারতের বিশিষ্ট শিল্পপতি. ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি, আদিত্য় বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা, টাটা সনসের এন চন্দ্রশেখরন, আদানি গ্রুপের গৌতম আদানি রামমন্দিরের এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে খবর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এই রামমন্দিরের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন বিশিষ্টজনেরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরাও আসবেন এখানে। সব মিলিয়ে প্রায় ১০,০০০ অতিথি আসবেন এই অনুষ্ঠানে। নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিতরা আসবেন এই অনুষ্ঠানে। সিনেমা, স্পোর্টস, রাজনীতি সহ সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসবেন বিশিষ্টজনেরা।

ইকনমিক্স টাইমসের রিপোর্ট বলছে, হিন্দুস্তান ইউনিলিভারের প্রাক্তন সিইও সঞ্জীব মেহেতা এই দিনটা নিয়ে রীতিমতো উচ্ছসিত। তিনি জানিয়েছেন, এই দিনটার দিকে তাকিয়ে রয়েছি।

মেহেতা জানিয়েছেন, হিন্দুদের জন্য় এটা একটা বড় দিন। ভারতীয়দের জন্য় এটা একটা বড় দিন। এটা হিন্দুদের জন্য় তীর্থ দর্শনের সামিল।

বেদান্ত গ্রুপের অনিল আগরওয়াল, পিরামল এন্টারপ্রাইজের অজয় পিরামল, রেমন্ড গ্রুপের গৌতম সিংহানিয়া, টিভিএসের চেয়ারম্য়ান এমিরিটাস বেনু শ্রীনিবাসন এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন।

ভারত ফোর্জের বাবা কল্য়াণী, অমিত কল্যাণী, এমকিউর ফার্মাসিউটিক্যালসের সিইও সতীশ মেহেতা সহ অনেকেই এই আমন্ত্রিতের তালিকায় রয়েছেন।

এদিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পেয়ে দেশের একাধিক শিল্পপতি রীতিমতো উচ্ছাস প্রকাশ করেছেন।

২২ জানুয়ারি কার্যত ভিভিআইপিরা আসবেন অযোধ্য়ায়। চারদিকে একেবারে সাজো সাজো রব। তবে একটি কার্ডে কেবলমাত্র একজনই প্রবেশ করতে পারবেন এই অনুষ্ঠানে।

অযোধ্য়ায় হোটেল ভাড়াও ক্রমশ চড়ছে। মনে করা হচ্ছে ওইদিন অন্তত ১০০টি বিমান নামবে অযোধ্য়া ও তার কাছাকাছি বিমানবন্দরে। একাধিক প্রাইভেট বিমানও নামতে পারে। সুলতানপুর, আম্বেদকর নগর, আজমগড়ের বিমানবন্দরকে তৈরি রাখা হচ্ছে।

গোটা দেশ কার্যত তাকিয়ে আছে এই দিনটার দিকে।