Rahul Gandhi’s Nyay Yatra: রাহুলের ‘ন্যায় যাত্রা’ উত্তরবঙ্গের ৭ জেলা ছুঁয়ে, ব্রাত্য কেন দার্জিলিং?

১৪ জানুয়ারি থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করছেন রাহুল গান্ধী। এই যাত্রা ইম্ফল থেকে শুরু করে শেষ হবে মুম্বইয়ে। গতবারের ‘ভারত জোড়ো’ যাত্রায় রাহুল পশ্চিমবঙ্গে পা না রাখলেও এবার উত্তরবঙ্গের সাত জেলা ছুঁয়ে যাবেন তিনি।

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, অসম থেকে কোচবিহারের বক্সিরহাটে ঢুকবে রাহুলের ‘ন্যায় যাত্রা’। তবে এই কর্মসূচিতে বাদ যাচ্ছে পাহাড়। বুধবার শিলিগুড়িতে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে সেই বার্তাই জানিয়ে দিল এআইসিসি। প্রাথমিক আলোচনার পর রুট ঠিক করতে রাজ্যে আসবে রাহুলের স্পেশাল টিম। এই পদযাত্রা আমন্ত্রণ জানানো হচ্ছে সমস্ত ‘ইন্ডিয়া’ জোট শরিকদের।

জানা গিয়েছে, আগামী ২৬ বা ২৭ ডিসেম্বর রাহুলের রোডশো অসমের দিসপুর হয়ে কোচবিহারে ঢুকবে। বক্সিরহাট, তুফানগঞ্জ, ফালাকাটা, ময়নাগুড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি হয়ে ঢুকবে বিহারের পূর্ণিয়ায়। দ্বিতীয় দফায় মালদা, মুর্শিদাবাদ হয় রাহুল যাবেন ঝাড়খণ্ড।

(পড়ুন। খুনের মামলায় রক্ষাকবচ চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ নিশীথ প্রামাণিক)

এই কর্মসূচিতে দার্জিলিং বা কালিম্পংয়ের কোনও অংশই রাহুল পা রাখবেন না। এ নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের ব্যাখ্যা, জোট শরিক তৃণমূলের কোনও এলাকাতেই পা রাখতে চাইছে না কংগ্রেস, সে কারণে পাহাড়কে এড়িয়ে যাওয়া হয়েছে এই কর্মসূচিতে। যে সব অঞ্চলে কংগ্রেসের ভোটব্যাঙ্ক রয়েছে সেই অঞ্চল ছুঁয়ে যাবেন রাহুল।

যদিও সদ্য কংগ্রেসে যোগ দেওয়া বিনয় তামাং-এর দাবি, লোকসভা ভোটের আগে শৈল শহরে প্রচারে আসবেন রাহুল। এমনকি পাহাড়ে প্রিয়াঙ্কা গান্ধীর আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিনয় তামাং। ন্যায় যাত্রায় দার্জিলিংকে না রাখার যুক্তি হিসাবে বলেন বিনয় বলেন, নানা ভৌগলিক প্রতিবন্ধকতা রয়েছে। তাই এই যাত্রায় রাহুল দার্জিলিংয়ে আসবেন না। 

(পড়ুন। ‘ভূমিপুত্রকে প্রার্থী না করলে…’ দলকেই চ্যালেঞ্জ কার্শিয়াংয়ের বিজেপি বিধায়কের) 

মণিপুর থেকে ১৪ জানুয়ারি রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হওয়ার কথা রয়েছে। রাজ্য ঢুকলে দুদিন বাদ দিয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত তা চলবে। এই কর্মসূচিকে সফল ভাবে রূপায়ণের জন্য সাধারণ সম্পাদককে মাথায় রেখে ১৬ সদস্যের একটি কমিটিও তৈরি করে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহেই এই নিয়ে বৈঠক করতে প্রদেষ কংগ্রেস নেতৃ্ত্বের সঙ্গে বৈঠক করতে আসছে এআইসিসি নেতৃত্ব।