Viral News: পেনশনের আশায় ২ কি.মি. পথ হামাগুড়ি দিয়ে পোস্ট অফিসে গেলেন বিশেষভাবে সক্ষম মহিলা

তিনি বিশেষভাবে সক্ষম। বয়স ৭৭। নেই সন্তান। এহেন গিরিজাম্মাকে এই বয়সে, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে মুখোমুখি হতে হয়েছিল এক কঠিন পরিস্থিতির। বকেয়া ছিল তাঁর প্রাপ্য পেনশন। আর তা পেতেই পোস্ট অফিস পর্যন্ত  নিজের শরীরকে টেনে হিঁচড়ে তিনি ২ কিলোমিটার রাস্তা পার করেন। ঘটনা কর্ণাটকের দেবনাগিরির।

জীবনধারণের জন্য সন্তানহীন গিরিজাম্মা ভীষণভাবে নির্ভর করে থাকেন তাঁর প্রাপ্য পেনশনের ওপর। গিরিজাম্মা যে এত কষ্ট করে পোস্ট অফিস গিয়েই টাকাটি পেয়েছেন তা নয়। তিনি গিয়েছিলেন পোস্ট অফিসে খোঁজ নিতে। জানতে চেয়েছিলেন, কেন তাঁর বকেয়া টাকা তিনি পাচ্ছেন না। শুধু এটুকু জানতে ২ কিলোমিটার রাস্তা তিনি হামাগুড়ি দেন। বিশেষভাবে সক্ষম এই মহিলার সহায় বলতে ওই পেনশনের টাকাা টুকু। শারীরিক অবস্থার কারণে তিনি আর চার পাঁচজনের মতো চলাফেরা করতে পারেন না। সঙ্গে রয়েছে বার্ধক্য। কর্ণাটকের দেবনাগিরির কুনিবেলেকেরে গ্রামে গিরিজাম্মার এই করুণ ঘটনা রাতারাতি ভাইরাল হয়েছে। সকলে তাঁর পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। তাঁর আশা, পোস্ট অফিসের অফিসাররা তাঁর সমস্যার সমাধান করতে পারবেন। গিরিজাম্মা বলছেন, ‘আমার পেনশন প্রতি মাসে ১০ হাজার টাকা হওয়ার কথা। তবে গত ২ মাসে তা আমি পাইনি। আমার কাছে টাকা নেই বাস কিম্বা অটো রিক্সা চড়ার। আমি তাই ঠিক করেছি হামাগুড়ি দিয়েই ২ কিলেমিটার রাস্তা পার হব। ’

( Ayodhya Ram Temple latest: রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না শঙ্করাচার্যরা, বললেন ‘ধর্মশাস্ত্রের বিরুদ্ধে যাওয়া যাবে না ’)

( Ayodhya Ram Temple: ছিল ৩ দশকের দীর্ঘ মৌনব্রত! রাম মন্দির উদ্বোধনে ব্রত ভাঙবেন ৮৫-র বৃদ্ধা, রওনা দিয়েছেন অযোধ্যার পথে)

বিভিন্ন চ্যালেঞ্জের বোঝা নিয়ে ক্লান্ত গিরিজাম্মা এই ২ কি.মি রাস্তা পার তো হয়েছেন, কিন্তু সঙ্গে এসেছে পা জোড়া ফোসকা। ফোসকার যন্ত্রণাও যেন গিরিজাম্মাকে বিচলিত করতে পারছে না! তিনি আপাতত পাখির চোখ হিসাহে দেখছেন, নিজের প্রাপ্য আদায়ের লড়াইকে। গত ২ মাস ধরে পেনশন না পাওয়া গিরিজাম্মা খুঁজছেন সমস্যার সুরাহা। তিনি বসছেন, গত ২০২৩ সালের নভেম্বর থেকে তাঁকে কিছু না জানিয়ে, আচমকা তাঁর পেনশন বন্ধ করা হয়। কিন্তু কেন তা করা হয়? উত্তর খুঁজছেন কর্ণাটকের এই অশীতিপর মহিলা। যিনি বিশেষভাবে সক্ষম। গিরিজাম্মার লড়াইয়ের দিকে তাকিয়ে অনেকেই।