রামমন্দিরের শিলান্য়াসের সময় তো প্রধানমন্ত্রী ছিলেন রাজীব,আর এখন…মোদীর উপোসকেও খোঁচা এনসিপির

এনসিপি প্রধান শারদ পাওয়ার জানিয়েছেন রামমন্দিরের শিলান্য়াস যখন হয়েছিল তখন প্রধানমন্ত্রীর চেয়ারে ছিলেন রাজীব গান্ধী। আর বিজেপি-আরএসএস এখন এনিয়ে বাজার গরম করার চেষ্টা করছে। 

কর্ণাটকের নিপানিতে একটা মিটিংয়ে বক্তব্য রাখার সময় একথা জানিয়েছেন এনসিপি নেতা শরদ পাওয়ার। আসছে ২২ জানুয়ারি। ওই দিনই রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই মিটিংয়ে বলেন, রাজীব গান্ধীর জমানাতেই রামমন্দিরের শিলান্য়াস হয়েছিল। আর এখন বিজেপি-আরএসএস এনিয়ে রাজনীতি করছে। রামের নামে রাজনীতি করছে ওরা। 

এদিকে প্রধানমন্ত্রী রামমন্দিরের উদ্বোধনের আগে ১১দিন ধরে উপবাসে থাকবেন বলে খবর। এনিয়ে শরদ পাওয়ার জানিয়েছেন, রামের প্রতি তাঁর এই ভক্তিকে আমি শ্রদ্ধা করি। কিন্তু দেশ থেকে দারিদ্রতা দূর করতে তিনি কি উপবাস করছেন। তাহলে তো প্রশংসা করতেন দেশের মানুষ।

এদিকে অন্ধ্রপ্রদেশের লেপাক্ষী গ্রামে সদ্য সফর করেছেন নরেন্দ্র মোদী। সেখানের বীরভদ্রস্বামী মন্দিরে তিনি সদ্য গিয়েছিলেন। এলাকার সঙ্গে জড়িত রয়েছে রামায়ণের কিছু ঘটনার কথা। বলা হয়, এই এলাকার রাবণের সঙ্গে জটায়ুর যুদ্ধ হয়েছিল। সেখানে আহত জটায়ুর সঙ্গে শ্রীরামচন্দ্রের দেখা হয়। এই পাহাড়ি এলাকার মন্দিরে সদ্য সফর করে পুজো দেন মোদী। সেখানেই কীর্তনের সঙ্গে গলা মেলান তিনি।

২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। রাম লালার প্রাণপ্রতিষ্ঠা হবে সেদিন। আর সেদিন যে আমন্ত্রিতরা অযোধ্য়ায় যাবেন তাঁদের হাতে তুলে দেওয়া হবে রামরাজ। আর দেওয়া হবে মোতিচুরের প্রসাদ। কিন্তু এই রামরাজটা ঠিক কী?

রামরাজ হল রামমন্দিরের শিল্যান্যাস করার সময়, এর ভিত খননের সময় যে মাটি বের করা হয়েছিল সেটাই হল রামরাজ। আর সেই পূন্য মাটিই তুলে দেওয়া হবে আমন্ত্রিতদের হাতে। সংবাদ সংস্থা এএনআইকে একথা জানিয়েছেন শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মেম্বার।

তিনি জানিয়েছেন, বাড়িতে এই রামরাজ রাখাটা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। এই পূন্য মাটি তাঁরা বাগানে রাখতে পারেন বা পাত্রে রাখতে পারেন।

সূত্রের খবর, প্রত্যেক আমন্ত্রিতের হাতে একটা করে উপহারের বাক্স তুলে দেওয়া হবে। ছোট বাক্সে থাকবে রামরাজ। সেই সঙ্গে বাক্সে থাকবে মোতিচূরের লাড্ডু। একেবারে দেশি শুদ্ধ ঘি থেকে তৈরি হবে এই লাড্ডু।

তবে যে আমন্ত্রিতরা মন্দিরে সেদিন আসতে পারবেন না তাঁরা পরে এলেও তাঁদের হাতে এই রামরাজের প্যাকেট দেওয়া হবে।প্রধানমন্ত্রীকে ১৫ মিটার লম্বা একটা রামচন্দ্রের ছবি দেওয়া হবে। এটা পাটের ব্যাগে রাখা থাকবে।