Sandeshkhali Attack: সন্দেশখালি কাণ্ডের তদন্ত করতে CBI ও রাজ্য পুলিশকে নিয়ে SIT গঠন করল হাইকোর্ট

আগেই সম্ভাবনার কথা জানিয়েছিল হিন্দুস্তান টাইমস বাংলা। সেই অনুমান নির্ভুল প্রমাণ করে সন্দেশখালি কাণ্ডের তদন্তের জন্য রাজ্য পুলিশ ও সিবিআই আধিকারিকদের নিয়ে সিট গঠন করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিকেলে এই নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানিয়েছেন, সিটে থাকতে পারবেন না ন্যাজাট থানার কোনও আধিকারিক। তবে রাজ্যপুলিশের সঙ্গে যৌথ তদন্তে সাফল্য নিয়ে সন্দিহান সিবিআই। সিবিআইকে আশ্বস্ত করতে গোটা তদন্তপ্রক্রিয়ার ওপর আদালত নজরদারি করবে বলে জানিয়েছেন বিচারপতি।

আদালত জানিয়েছে, সন্দেশখালিতে গত ৫ জানুয়ারি তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের অনুগামীদের হামলার ঘটনায় পুলিশের দায়ের করা FIR ও ED-র FIRএর তদন্ত করবে SIT. এছাড়া ওই ঘটনায় শাহজাহান শেখের বাড়ির স্বঘোষিত দারোয়ান ইডির বিরুদ্ধে যে FIR করেছিলেন তাতে ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিন বেলা ২টোর মধ্যে সিবিআই ও রাজ্য পুলিশকে একজন করে আধিকারিকের নাম জানাতে বলে আদালত। নির্দিষ্ট সময়ের পর রাজ্যের তরফে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জশপ্রীত সিংহ থাকবেন বলে জানানো হয়। সিবিআইয়ের তরফে যৌথ সিটে আপত্তি তুলে জানানো হয়, এর আগেও এই ধরণের যৌথ সিট গঠন করেছিল আদালত। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। রাজ্য পুলিশের তরফে কোনও সহযোগিতা পাওয়া যায়নি। তখন বিচারপতি তাদের আশ্বস্ত করে বলেন, আদালত তদন্তপ্রক্রিয়ার নদরদারি করবে।

বৃহস্পতিবারের মধ্যে ন্যাজাট থানাকে কেস ডায়েরিসহ তদন্তের অন্যান্য নথি সিটকে হস্তান্তর করতে বলা হয়েছে। সঙ্গে আদালত জানিয়েছে, চাইলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে পারবে সিট। আগামী ১২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। সন্দেশখালিতে হামলার ঘটনায় নিরপেক্ষ সংস্থার তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ED.