ঘাটাইলে গর্ত খনন করতে গিয়ে মর্টারশেল উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুতের খুঁটির গর্ত খনন করতে গিয়ে একটি অবিস্ফোরিত মর্টারশেল পাওয়া গেছে। রবিবার (২১ জানুয়ারি) ঘাটাইল থানার বাউন্ডারির বাহিরে পূর্ব ও দক্ষিণ কর্নারে বিদ্যুতের খুঁটির গর্ত খননের সময় ওই মর্টার শেলের সন্ধান পাওয়া যায়। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সজল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘাটাইল থানার বাউন্ডারির বাহিরে পূর্ব ও দক্ষিণ কর্নারে পল্লি বিদ্যুতের কর্মীরা খুঁটির গর্ত খননের সময় মর্টার সাদৃশ্য একটি লোহার বস্তু দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সজল খান জানান, লোহার বস্তুটি অবিস্ফোরিত একটি মর্টারশেল। তা উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘাটাইল শহিদ সালাহউদ্দিন ক্যান্টনমেন্টকে জানানো হয়েছে।



শাকিল/সাএ