পরকীয়া নিয়ে স্ত্রীর সন্দেহের আঁচ পেতেই তাঁকে খুন! অভিযোগ হোটেল ম্যানেজারের বিরুদ্ধে, ফের ঘটনাস্থল গোয়া

সদ্য গোয়ায় সূচনা শেঠকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। এক স্টার্ট আপ সংস্থার প্রধান সূচনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চার বছরের ছেলেকে খুন করার। এবার সেই গোয়াতেই আরও এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এবার অভিযোগ হোটেল ম্যানেজারের বিরুদ্ধে, তাঁর স্ত্রীর হত্যা ঘিরে। 

২৯ বছরের গৌরব কাটিয়ার লখনউয়ের বাসিন্দা, তবে কর্মসূত্রে তিনি গোয়ায় থাকতেন। গোয়ার এক হোটেলের তিনি ম্যানেজার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গোয়ার ক্যাবো দে রামা বিচে তিনি তাঁর স্ত্রীকে ডুবিয়ে দিয়ে হত্যা করেছেন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, গৌরবকে নিয়ে বহু দিন ধরে সন্দেহ ছিল তাঁর স্ত্রীর। গৌরব বিবাহবহির্ভূত কোনও সম্পর্কে জড়িয়ে গিয়েছেন, কিনা তা নিয়ে সন্দেহ করতেন স্ত্রী দীক্ষা গাঙ্গওয়ার। এই নিয়ে তাঁদের মধ্যে কথা কাটাকাটিও চলেছে বলে খবর। কর্মসূত্রে দক্ষিণ গোয়ার ক্লোভাতে ‘কোর্ট ইয়ার্ড বাই ম্যারিয়ট’ হোটেলের ম্যানেজার ছিলেন গৌরব। তিনি তাঁর স্ত্রী দীক্ষার সঙ্গে এক বছর আগে বিয়ের সূত্রে এক বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই শুরু তাঁদের দাম্পত্যের পথ চলা। তবে পুলিশ বলছে, সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক বিষাক্ত হতে থাকে। সদ্য শনিবার গৌরবকে স্ত্রী দীক্ষার খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ২৭ বছরের দীক্ষার মৃত্যুকে গৌরব দুর্ঘটনা বলে প্রথমে চালাতে চেয়েছিলেন বলেও দাবি পুলিশের। এরপরই পুলিশ তদন্তের গভীরতা বাড়ায়। জানা গিয়েছে, মৃত্যুর আগে, ওই দম্পতি বিচের ওপর পাথরে বেশ খানিকক্ষণ বসেছিলেন। তারপর তাঁরা জলে নামেন। তারপর আশপাশের পর্যটকরা দেখেন, সমুদ্র থেকে ফিরে আসছেন কেবল গৌরব। এরপরই পর্যটকরা পুলিশকে ফোন করেন। তারপরই দেখা যায়, সমুদ্রে ভাসছে দীক্ষার দেহ। ততক্ষণে ২৭ বছরের দীক্ষার নিথর দেহ উদ্ধার হয়। 

এই ঘটনার পরই পুলিশ গৌরবকে গ্রেফকার করে। প্রাথিকভাবে সে গোটা ঘটনাকে দুর্ঘটনা বলে চালাতে চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তা ধোপে টেকেনি। ধীরে ধীরে যখন গৌরবের বিরুদ্ধে পর পর প্রমাণ আসতে থাকে, তখনই উঠে আসে সমস্ত তথ্য। প্রমাণ ঘিরে গৌরবের জেরা আরও বাড়ে। ফলে মুখ খোলেন গৌরব। শেষে ঘটনার কথা মেনে নেন গৌরব। জানা যাচ্ছে, এক মাস হয়েছে, চেন্নাইতে পার্ক হায়াত হোটেলে ম্যানেজার হিসাবে যোগ দেন গৌরব। এদিকে, লখনউ থেকে গোয়াতে এসে গৌরবের গতিবিধি নিয়ে দীক্ষার সন্দেহ হত। সন্দেহ ছিল গৌরবের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে। এদিকে, পুলিশ বলছে, দীক্ষার দেহে পাওয়া গিয়েছে গলা টিপে ধরার চিহ্ন, রয়েছে কিছুদিন পেঁচানোর চিহ্ন। যা থেকে বোঝা যায় যে এটি দুর্ঘটনা নয়, বরং দুজনের মধ্যে হাতাহাতি হয়েছিল।