Humayun Kabir: আমার কোনও ব্যাপার না, TMC আমাকে বহিষ্কার করবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে

শুক্রবার লোকসভা ভোটের প্রস্তুতি বৈঠকে প্রকাশ্যে বেফাঁস বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক খেয়েছেন তিনি। কিন্তু তাতে যে তিনি বিদ্রোহে ইতি টানবেন না তা স্পষ্ট করে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বললেন, ‘দল আমাকে বহিষ্কার করবে কি না সেই সিদ্ধান্ত দলকেই নিতে হবে।’

শনিবার হুমায়ুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামকে সামনে রেখে কিছু লোক মুর্শিদাবাদে তৃণমূলে মৌরসিপাট্টা চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমার অভিভাবক। তিনি শাসন করতেই পারেন। কিন্তু ২৩ – ২৩ বছর বয়সী ছোকরারা দলের ৬০ – ৭০ বছর বয়সী নেতাদের মূল্যায়ন করবে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন দ্বিতীয় স্থানে। তিনি নিজেকে যথার্থ নেতা বলে প্রমাণ করেছেন। দলের একজন কর্মী হিসাবে অভিষেকের কাছে আমার অনুরোধ, কারও কথা শুনে কারও প্রতি প্রতিহিংসামূলক পদক্ষেপ করবেন না।

এর পর চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আমার ওপর ভরসা রাখলে আমি অধীর চৌধুরীকে ২ লক্ষের বেশি ভোটে হারাব। দেখতে পাবেন জনসংযোগ কাকে বলে। তিনি আরও বলেন, আমি ২০১৬ সালে টেবিল চিহ্নে তৃণমূলের জামানত জব্দ করেছিলাম। আমার আবার বহিষ্কার হওয়ার ভয় কী? বরং দলকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা আমাকে বহিষ্কার করবে কি না। বহিষ্কার করলে তখন সিদ্ধান্ত নেব।

শুক্রবার মমতার কালীঘাটের বাড়িতে মুর্শিদাবাদের নেতৃত্বের সঙ্গে তৃণমূলনেত্রীর বৈঠক ছিল। সেখানে নানা বিষয় নিয়ে তাঁদের কথাবার্তা হয়। সেখানে বিধায়ক হুমায়ুন কবিরও ছিলেন। সংবাদমাধ্যমের সামনে যখন তখন মুখ খোলা নিয়ে তাঁকে তৃণমূলনেত্রী সতর্ক করে দেন। এদিকে তিনি সেই সময় জানিয়ে দিয়েছিলেন নিজে থেকে তিনি মুখ খোলেন না। সংবাদমাধ্যম তাঁকে বলিয়ে নেয়।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ধমক দিয়েছেন হুমায়ুন কবিরকে সূত্রের খবর, তাঁকে মমতা বলেন, তুমি প্রেসের সামনে দলের ব্যাপারে একটু কম কথা বলো। এর পর হুমায়ুন মমতাকে সাফ জানিয়ে দেন, তিনি আর বাইরে মুখ খুলবেন না।

বৈঠক শেষে মমতার বাড়ি থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে অনর্গল বলে গেলেন হুমায়ুন। তিনি বলেন, মুখ্য়মন্ত্রী নির্দেশ দিয়েছেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি লোকসভা ভোটে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি তবে মুর্শিদাবাদে তিনটি আসনই জিততে পারবে তৃণমূল।