Gyanvapi Mosque: জ্ঞানবাপী মসজিদ হওয়ার আগে ওখানে বিরাট মন্দির ছিল, দাবি হিন্দু পক্ষের

রামমন্দির তৈরি হয়েছে। প্রাণপ্রতিষ্ঠাও হয়েছে। গোটা দেশ ভাসছে আবেগে। কিন্তু তারপর কী? এবার জ্ঞানবাপী মসজিদ নিয়ে নয়া বিতর্ক। অ্য়াডভোকেট বিষ্ণু শংকর জৈন ( তিনি হিন্দু পক্ষের হয়ে লড়ছেন) তিনি জানিয়েছেন, বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ তৈরির আগে সেখানে বিরাট হিন্দু মন্দির ছিল। আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট দেখিয়ে তিনি এই দাবি করেন।

তিনি আরও জানিয়েছেন, এএসআই রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, মসজিদ তৈরির জন্য় মন্দিরটি ভেঙে ফেলা হয়। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, যে সমস্ত সামগ্রী পাওয়া গিয়েছে তা সবটা তথ্য় হিসাবে রাখা হয়েছে। মূল কাঠামোর কোনও ক্ষতি হয়নি। বিজ্ঞানসম্মত পরীক্ষার মাধ্য়মে দেখা গিয়েছে আগের কাঠামোতে যে পিলার ছিল তার উপর বর্তমান পিলারগুলি করা হয়েছে। এমনকী আগের কাঠামোটা এখনও থেকে গিয়েছে।

 

সংবাদ সংস্থা এএনআই সেই সংক্রান্ত তাঁর বক্তব্যের বিষয়টি সামনে এনেছে। আইনজীবী জানিয়েছেন, পিলারগুলিকে খুব ভালোভাবে পরীক্ষা করা হয়েছে। নতুন কাঠামো তৈরির সময় পুরানো কাঠামোতে যে মন্দির ছিল তার একাংশকে ব্যবহার করে বর্তমান কাঠামো তৈরি করা হয়। আগের যে কাঠামো ছিল তার একাংশকে ব্যবহার করে মসজিদের হলটি তৈরি করা হয়েছে। মন্দিরের বিরাট কেন্দ্রীয় ঘর ছিল। মন্দির ভেঙে যে মসজিদ তৈরি করা হয়েছিল তার একাধিক প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন তিনি।

এদিকে আদালতের নির্দেশ মোতাবেক জ্ঞানবাপী মসজিদ সম্পর্কিত এএসআই রিপোর্ট হিন্দু ও মুসলিম উভয় পক্ষকেই জানানো হয়েছে।

এর আগে জ্ঞানবাপী নিয়ে মুখ খুলেছিলেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী। জ্ঞানবাপী কমপ্লেক্স নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এএনআই এডিটর স্মিতা প্রকাশ তাঁর সাক্ষাৎকার নিয়েছিলেন। তখনই ওই জ্ঞানবাপী কমপ্লেক্স নিয়ে বিশেষ মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। তিনি জানিয়েছেন জ্ঞানবাপীর দেওয়াল গুলো সব কাঁপছে। এটাকে মসজিদ বলা হলে বিতর্কের কারণ হয়ে উঠবে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, যদি আমরা এটাকে মসজিদ বলি তবে একটা দ্বন্দ্ব তৈরি হবে। একটা মসজিদের ভেতরে ত্রিশূল কি করে থাকবে? আমরা ওটা ওখানে রাখিনি। ওখানে একটা জ্যোতির্লিঙ্গ রয়েছে দেবপ্রতিমা রয়েছে।

যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, ওখানকার দেওয়ালগুলো সব কাঁপছে কিছু যেন বলতে চাইছে। আমার মনে হচ্ছে মুসলিম সমাজের পক্ষ থেকে একটা প্রস্তাব আসা দরকার। ওখানে একটা ঐতিহাসিক ভুল হয়ে গেছে। আমাদের সেটা সমাধান করা প্রয়োজন। জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।