Anupam Hazra: ‘দল লাগে নাকি এমনি দাঁড়িয়ে পড়ব,’ নিজেকেই প্রার্থী ঘোষণা অনুপমের, কাজলেরও প্রশংসা

বিজেপিতে থাকাকালীন দলের একাংশের চক্ষুশূল হয়ে গিয়েছিলেন তিনি। এরপর বিক্ষুব্ধ বিজেপিদের নিয়ে তিনি রীতিমতো একজোট করা শুরু করে দেন। তিনি অনুপম হাজরা। এরপর বিজেপির পদ কেড়ে নেওয়া হয় তাঁর থেকে। কিন্তু তারপরেও হাল ছাড়তে রাজি নন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অনুপম। সেখানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তবে গত কয়েকদিন ধরেই জল্পনা ছড়াচ্ছিল তবে কি এতদিন যাদের চোরের দল বলে খোঁচা দিতেন তবে কি সেই চোরের দলেই ভিড়ে যাবেন অনুপম?

অনুপম জানিয়েছেন, মানুষ চাইছে, মানুষ আমাকে মেসেজ করেন। ফোন করেন। আমি দেখে বুঝেছি মানুষ আমাকে চাইছেন। তাই আমি নির্বাচনে লড়াই করব। লড়াই করতে দলের প্রয়োজন হয় না। সেই সঙ্গেই বিজেপির প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য নেতৃত্ব যেভাবে তোলাবাজি, সিন্ডিকেট চালাচ্ছে তাতে দল রসাতলে যাবে। তিনি দাবি করেন, লোকসভা নির্বাচনে যে সিট বিজেপি পাবে সেটা কেবলমাত্র নরেন্দ্র মোদী ও রামমন্দির ইস্যুর জন্য়ই পাবে। এখানে নেতৃত্বের কোনও অবদান নেই।

গত ২৬ ডিসেম্বর। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখন কলকাতায়। আচমকাই ফেসবুক লাইভে ‘উদয়’ হন অনুপম। তিনি বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে চরম বিষোদ্গার শুরু করেন। এরপরই পদ কেড়ে নেওয়া হয় তাঁর।

এদিন অনুপম বলেন, দলের কেউ কেউ ভোটে দাঁড়ান , বছরের পর বছর ধরে ভোটে দাঁড়ান আবার হেরেও যান কারণ দল থেকে যে ফান্ড পাওয়া যাবে সেটা তারা ফিক্সড ডিপোজিট করে দেন। বুথের যে কর্মীরা বসেন তাদের পাওনা দেন না। এটাই বছরের পর বছর ধরে চলে আসছে। দলের থেকে যে ফান্ড তারা পান সেটা ব্যক্তিস্বার্থে ব্যয় করেন। তিনি বলেন, গণতান্ত্রিক দেশ, ভোটে দাঁড়াতে গেলে দলে দরকার হয় নাকি? যদি মনে হয় সেই সময় ভোটে দাঁড়াতে দাঁড়াব। দল টিকিট দিলে দাঁড়াব নাহলে এমনি দাঁড়িয়ে যাব। বোলপুরের মানুষের প্রত্যাশা আছে। দাবি অনুপমের।

তবে কি বিজেপিকে চাপে রাখতেই এই ভোটে দাঁড়ানোর কথা বলা শুরু করলেন অনুপম? নাকি তৃণমূলের সঙ্গে দর কষাকষি ও নিজের গ্রহণযোগ্যতা প্রমাণের জন্য উঠেপড়ে লেগেছেন অনুপম?

তবে তৃণমূল নেতা কাজল শেখকেও দরাজ সার্টিফিকেট দিলেন অনুপম। তিনি বলেন, কাজল শেখ ভালো কাজ করছিলেন। হয়তো অ্যান্টি লবি ওর সক্রিয়তা মেনে নিতে পারছিলেন না। এটা তৃণমূলের দলীয় ব্য়াপার। আমার বলাটা ঠিক নয়।