AUS vs WI: দ্বিতীয় দিনের শেষে ৩৫ রানের লিড ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় ইনিংসে আউট চন্দ্রপল

<p style="text-align: justify;"><strong>ব্রিসবেন:</strong> অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ২২ রানে এগিয়ে ছিল ক্যারিবিয়ানরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে ১ উইকেট হারিয়ে বোর্ডে ১৩ রান তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৩১১ রান করেছিল তারা। তার বদলে ব্যাট করতে নেমে ২৮৯/৯ এই স্কোর বোর্ডে তুলেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ট্যাগেরিন চন্দ্রপল আউট হন।&nbsp;</p>
<p style="text-align: justify;">গোলাপিব বলের টেস্ট। প্রথম টেস্টে এগিয়ে থেকে এই টেস্টে খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। জিতলে সিরিজে হোয়াইটওয়াশ করে দিতে পারবে ওয়েস্ট ইন্ডিজকে। অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীর সামনে দ্বিতীয় দিনের শেষে কতটা সাবলীল ভাবে খেলেন উইন্ডিজ ওপেনাররা। তা ছিল দেখার বিষয়। ক্রেগ ব্রেথওয়েটের সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন ট্যাগেরিন চন্দ্রপল। স্টার্কের বলে একবার জীবনদানও পেয়েছিলেন। কিন্তু তা কাজে লাগাতে পারেননি ক্যারিবিয়ান বাঁহাতি ওপেনার। হ্যাজেলউডের ওভারে দিনের শেষ বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন চন্দ্রপল।&nbsp;</p>
<p>ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের জবাবে ব্যাট করতে নেমে এদিন অস্ট্রেলিয়ার একটা সময় ৫৪ রানের ৫ উইকেট পড়ে গিয়েছিল। উসমান খাওয়াজা বাদে অজি টপ অর্ডারের কোনও ব্যাটারই রান পাননি। ওপেনিংয় নেমে ফের ব্যর্থ স্টিভ স্মিথ। তিনি ৬ রান করে প্যাভিলিয়নে ফিরলেন। লাবুশেন ৩ ও গ্রিন ৮ রানের ইনিংস খেলেন। ট্রাভিস হেড খাতা খোলার আগেই ফিরে যান। একটা সময় ক্যারিবিয়ান পেসার কেমার রোচের সামনে হ্যাটট্রিক গড়ার হাতছানি ছিল। কিন্তু সেখান থেকে খাওয়াজার সঙ্গে জুটি বাঁধেন অ্যালেক্স ক্য়ারি। অজি বাঁহাতি ওপেনার এদিন ৭৫ রানের ইনিংস খেলেন। ১৩১ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি হাঁকান তিনি। লোয়ার অর্ডারে অধিনায়ক প্যাট কামিন্স দলকে ভরসা জোগান। খাওয়াজা ফিরে গেলে ক্যারির সঙ্গে জুটি বাঁধেন তিনি। ৭৩ বলে ৬৪ রানের ইনিংস খেলেন অজি অধিনায়ক। নিজের অপরাজিত ইনিংসে ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান কামিন্স। নাথান লিয়ঁ ১৯ রান করেন। শেষ উইকেট হাতে থাকলেও লিয়ঁ আউট হওয়ার সঙ্গে সঙ্গেই ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দেন কামিন্স। আসলে গাব্বার দ্বিতীয় দিনে বিকেলের ফ্লাডলাইটে ক্যারিবিয়ান ব্যাটিং অর্ডারের পরীক্ষা নেওয়াই ছিল মূল লক্ষ্য। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডের বিরুদ্ধে গোলাপি বলে দিনের শেষ কয়েক ওভার কতটা সামাল দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ, তা দেখার। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আলজারি জোসেফ ৪ উইকেট নেন। রোচ ৩ উইকেট নেন। কেভিন সিলক্লেয়ার নিজের প্রথম টেস্টে ১ উইকেট নেন।</p>