গরিবের জন্য পাঠানো সরকারি গরু চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, মালদায় শোরগোল

এবার গরিবের জন্য বরাদ্দ সরকারি গরু চুরির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। অভিযুক্ত মালদার মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্য অনজুম সাজিরার স্বামী আবু তালেব। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চুরি যাওয়া সরকারি গরুর ভিডিয়ো। সেই ভিডিয়ো আবার প্রকাশ করেছেন একজন তৃণমূলকর্মীই।

সম্প্রতি মানিকচক এলাকার হতদরিদ্র পরিবারগুলিকে উপার্জনের পথ করে দিতে গরু বিলি শুরু করে সরকার। পঞ্চায়েত সমিতির মাধ্যমে দরিদ্র পরিবারগুলিকে চিহ্নিত করে গরুগুলি বিনা মূল্যে তাদের হাতে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় তৃণমূল নেতারা সেই গরু নিজেরাই বাড়িতে নিয়ে চলে গিয়েছেন বলে অভিযোগ।

অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ অনজুম সাদজিরার স্বামী আবু তালেব এরকম একটি গরু হাপিস করে দিয়েছেন। যে গরু গরিবের বাড়িতে থাকার কথা সে এখন জাবর কাটছে তাঁর গোয়ালে। যদিও অভিযুক্তের দাবি, পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নুরজাহান খাতুন নিয়ম মেনে তাঁর হাতে গরু তুলে দিয়েছেন। যোগ্য মনে করেছেন বলেই তাঁকে গরু দেওয়া হয়েছে।

আবু তালেবের এই দাবি অবস্য উড়িয়ে দিয়েছেন নুরজাহান খাতুন। তিনি বলেন, আমি আবু তালেবকে কোনও গরু দিইনি। আবু তালেবের স্ত্রী পঞ্চায়েত সমিতির প্রাণীসম্পদ বিষয়ক স্থায়ী কমিটির সদস্য। নিজের প্রভাব খাটিয়ে গরু বাড়ি নিয়ে গিয়েছেন তিনি। এখন আমার ঘাড়ে কাঁঠাল ভাঙতে চাইছে।

এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করে মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি বলেন, ‘তৃণমূল মানেই চোর। টাকা পয়সা আত্মসাৎ করতে করতে এখন গরিবের জন্য পাঠানো গরুও ছাড়ছে না।’