Suvendu Adhikari: ডায়মন্ডহারবার মডেল! ভাইপোকে জেতাতে ‘পিসির’ প্রশাসন কী করেছে দেখুন! প্রমাণ দেখালেন শুভেন্দু

সামনেই লোকসভা ভোট। তার আগে জমে উঠেছে লড়াই। আর সেই লড়াইতে এবার ডায়মন্ডহারবার মডেলের কথা উল্লেখ করে তীব্র খোঁচা দিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেখুন কুখ্যাত ডায়মন্ড হারবার মডেলের ফের আরও একবার পর্দাফাঁস হল। ডায়মন্ডহারবার লোকসভা এলাকা থেকে হাজার হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে বিজেপির কার্যকর্তাদের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি এরপর এক এক করে নাম উল্লেখ করেছেন।

শুভেন্দু লিখেছেন, ফলতার মন্ডল প্রেসিডেন্ট সুকান্ত প্রামাণিকের নাম বাদ দেওয়া হয়েছে। ডায়মন্ডহারবার সাংগঠিক জেলার সহ সভাপতি মধু কুমারের নাম বাদ দেওয়া হয়েছে।

 

তিনি লিখেছেন, পিসির প্রশাসনের এটাই হল অপচেষ্টা ভাইপোকে ফের নির্বাচিত করার জন্য। হয় তাদের নাম বাদ দেওয়া হয়েছে বা বাড়ি থেকে অনেক দূরে তাদের নাম রাখা হয়েছে। এমনকী প্রায় ১৫ কিমি দূরে তাদের বুথের নাম করা হয়েছে। যারা ভাইপোর হয়ে ভোট দেবেন না বলে তাদের মনে হয়েছে তাদের নাম এইভাবে সরিয়ে দেওয়া হয়েছে।

আমি সেই সব বিজেপির কার্যকর্তাদের নাম জোগাড় করছি যাদের নাম বাদ দেওয়া হয়েছে,এরপর যথাযোগ্য় জায়গায় তা জানাব। সেই সঙ্গেই তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন যাতে এই ব্যাপারটি গুরুত্ব দিয়ে দেখা হয়। কারণ নির্বাচনী অধিকার থেকে না হলে বঞ্চিত হবেন অনেকেই। লিখেছেন শুভেন্দু।

শুভেন্দু একাধিক নামও তুলে ধরেছেন। ভোটার তালিকা উল্লেখ করে এই অভিযোগ করেছেন। এদিকে সামনেই লোকসভা ভোট। এবার ডায়মন্ড হারবার আসনে কঠিন লড়াই হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

এই ডায়মন্ডহারবার আসন থেকেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। এদিকে এবার সেই আসনে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি দাঁড়াবেন বলে জল্পনা ছড়িয়েছে। এমনকী তিনি নিজেও এনিয়ে ইতিবাচক কথাবার্তা বলেছেন। তবে এসবের মধ্য়েই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি অভিষেকের বিরুদ্ধে ভোট দিতে পারে এমন ভোটারদের আগাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।