‘‌ন্যায়ের জন্য দান’‌, নয়া অর্থ সংগ্রহের কর্মসূচি ঘোষণা কংগ্রেসের, মিলবে দারুণ উপহার

দ্বিতীয় দফায় শুরু হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। কোচবিহারে থামিয়ে রাহুল গান্ধী নয়াদিল্লি বিশেষ কাজে গেলেও আবার তা শুরু হচ্ছে। এই ন্যায় যাত্রা করতে অর্থের প্রয়োজন। তাই এবার নতুন আঙ্গিকে অর্থ সংগ্রহের কাজ শুরু করল কংগ্রেস। শনিবার অর্থ সংগ্রহের জন্য ‘‌ন্যায়ের জন্য দান করুন’‌ বলে টাকা আহ্বান করেছে কংগ্রেস। তবে সেটা শুধু হাত পেতে টাকা নেওয়া নয়। বরং ওই টাকার বিনিময়ে মিলবে কিছু উপহারও। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অর্থ সংগ্রহের প্রচার।

এদিকে এই প্রচারে বলা হচ্ছে, একটি নির্দিষ্ট অর্থ ঠিক করা হয়েছে। যা দিলে রাহুল গান্ধীর সই করা টি–শার্ট মিলবে। তার সঙ্গে একটি রাহুল গান্ধীর একটি চিঠিও মিলবে। এই বিষয়ে নয়াদিল্লির এআইসিসি দফতর থেকে প্রচার করা হয়েছে। সেখানে কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, কোষাধ্যক্ষ অজয় মাকেন বিষয়টি নিয়ে জানান, একজন ব্যক্তি কমপক্ষে ৬৭০ টাকা দিলে রাহুল গান্ধীর সই করা টি–শার্ট পাবেন। আবার চিঠিও পাবেন। এটা একটা উপহার মাত্র। একদিকে টাকা তহবিল তৈরি করবে। আবার এই টি–শার্ট জনসংযোগের কাজ করবে। এমনটাই মনে করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

অন্যদিকে আগে ‘‌দেশের জন্য দান’‌ বলে অর্থ সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়েছিল। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এই কর্মসূচি নেওয়া হয়। যার মাধ্যমে ২০ কোটি টাকা উঠে এসেছিল। আসলে এটা শুধু অর্থ সংগ্রহ কর্মসূচি ছিল না। কংগ্রেস কর্মীদের উৎসাহ দিতে এই কর্মসূচি নেওয়া হয়েছিল। এবার নেওয়া হয়েছে ন্যায়ের জন্য দান কর্মসূচি। বিষয়টি নিয়ে অজয় মাকেন বলেন, ‘‌কেউ যদি ৬৭ হাজার টাকা দান করেন, তাহলে ন্যায় কিট পাবেন। যার মধ্যে থাকবে টি–শার্ট, ব্যাগ, ব্যান্ড, ব্যাজ এবং স্টিকার। আর যার যা সামর্থ্য তেমন যদি কেউ দান করেন তাহলে রাহুল গান্ধীর চিঠি পাবেন। সই করা চিঠিতে দানের কথা লেখা থাকবে।

আরও পড়ুন:‌ বান্ধবীর মোবাইল উপহার নিয়ে বচসায় পরিবার, হুগলিতে নবম শ্রেণির ছাত্রী আত্মঘাতী

এছাড়া ইতিমধ্যেই এই কর্মসূচি ঘোষণার দু’‌ঘণ্টার মধ্যে ২ কোটি টাকা এসে গিয়েছে তহবিলে বলে জানান মাকেন। তবে অজয় মাকেনের কথায়, ‘‌আমরা কর্মীদের থেকে এই টাকা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তুলছি না। যদি কেউ এমন ভাবেন যে এই অর্থ সংগ্রহ করা হচ্ছে নির্বাচনে লড়াই করার জন্য তাহলে তিনি ভুল করবেন। আমরা কখনও এই কাজ করি না। এটা আপ বা বিজেপির মতো রাজনৈতিক দল নয় যে, অর্থ সংগ্রহ করাই কাজ।’‌ আগামীকাল বিহারে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা প্রবেশ করবে। তার পর ৩১ জানুয়ারি তা মালদায় পৌঁছবে।