IND vs ENG 1st Test Live: ১৫০ রানের দিকে অগ্রসর পোপ, ভারতকে চ্যালেঞ্জিং টোটাল দেওয়াই লক্ষ্য় ইংল্যান্ডের

<p>হায়দরাবাদ:</p>
<p>টেস্ট ক্রিকেটের হারানো উন্মাদনা যেন&nbsp; ফিরে এল নিজামের শহরে। যেখানে ভারতের বিরুদ্ধে কোণঠাসা অবস্থা থেকেও দুরন্ত প্রত্যাঘাত ইংল্যান্ডের (IND vs ENG)। সেঞ্চুরি করে ম্যাচ জমিয়ে দিলেন অলি পোপ (Ollie Pope)। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৩১৬/৬। ভারতের চেয়ে ১২৬ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ।</p>
<p>দ্বিতীয় ইনিংসে একটা সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১৬৩/৫। সেখান থেকে প্রথমে বেন ফোকসের সঙ্গে জুটি বেঁধে ষষ্ঠ উইকেটে ১১২ রানের পার্টনারশিপ গড়েন পোপ। ফোকস ৩৪ রানে ফিরলেও টলানো যায়নি পোপকে। শনিবার দিনের শেষে ১৪৮ রান করে ক্রিজে রয়েছেন তিনি। সঙ্গী রেহান আমেদ ১৬ রানে অপরাজিত। সপ্তম উইকেটে ইতিমধ্যেই মূল্যবান ৪১ রান যোগ করে ফেলেছেন পোপ ও রেহান। দুশো রানের লিড নিতে পারলে টেস্ট ম্যাচের উপভোগ্য সমাপ্তি দেখতে পারেন ক্রিকেটপ্রেমীরা।</p>
<p>নিজামের শহরে বল ঘুরছিল। প্রথম দিন থেকেই। প্রথম ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে নাজেহাল অবস্থা হয়েছিল ইংরেজ ব্যাটারদের (IND vs ENG)। ১০টির মধ্যে আটটি উইকেটই নিয়েছিলেন স্পিনার ত্রয়ী। তবে দ্বিতীয় ইনিংসে শুরুতে ইংল্যান্ডের ব্যাটারদের চাপে রাখলেন ভারতের ফাস্টবোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। প্রথম ইনিংসেও বল হাতে নজর কেড়েছিলেন। ঘরের মাঠে টেস্ট খেলতে নামা মহম্মদ সিরাজকে যেখানে কার্যত খুঁজেই পাওয়া যাচ্ছে না, সেখানে দুরন্ত স্পেল করে ইংল্যান্ডকে চাপে ফেলেন বুমরা। দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার বেন ডাকেট ও জো রুট। তৃতীয় দিন চা পানের বিরতির সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১৭২/৫। তখনও পর্যন্ত ম্যাচে চালকের আসনে ছিল ভারতই।</p>
<p>তবে ছবিটা বদলে যায় অন্তিম সেশনে। পোপের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। রবিবার ম্যাচের চতুর্থ দিন ইংরেজ শিবিরের লক্ষ্যই হবে লিড যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়া। আর ভারতীয় শিবির চাইবে দ্রুত শেষ ৪ উইকেট তুলে নিতে। যাতে খুব বড় রানের লক্ষ্য তাড়া করতে না হয়। হাজার হোক, চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝক্কি নিতে হবে টিম ইন্ডিয়াকেই।</p>