Sports Highlights: বোপান্নার ইতিহাস, রোহিতদের লড়াই, আজ ইস্টবেঙ্গলের খেতাবি লড়াই, দিনের সেরা খেলার খবরের এক ঝলক

<p style="text-align: justify;"><strong>কলকাতা:</strong> ৪৩ বছর বয়সে গ্র্যান্ডস্লাম জিতলেন রোহন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের ডাবলসে খেতাব জিতলেন ভারতের বর্ষীয়ান এই টেনিস প্লেয়ার।&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>অস্ট্রেলিয়ান ওপেন জয় বোপান্নার</strong></p>
<p style="text-align: justify;">&nbsp;অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ডাবলসে চ্যাম্পিয়ন হলেন রোহন বোপান্না ও ম্যাথু এবডেন জুটি। ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারালেন তাঁরা। ৪৩ বছর ১১ মাস বয়সে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন রোহন (Rohan Bopanna)। বিশ্বের সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জয়ের নজির গড়লেন ভারতের তারকা টেনিস প্লেয়ার। সবচেয়ে বেশি বয়সে ট্রফি জেতার রেকর্ড ছিল ফরাসি খেলোয়াড় জাঁ জুলিয়েন রজারের। ২০২২ সালে ৪০ বছর ৯ মাস বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন মার্সেলো আরেভোলা। তার আগে মাইক ব্রায়ান ২০১৮ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ৪ মাস বয়সে। তালিকায় তৃতীয় আর এক ভারতীয় লিয়েন্ডার পেজ়। তিনি ২০১৩ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ২ মাস বয়সে। বোপান্না এঁদের সবাইকেই অনেকটা ছাপিয়ে গেলেন।</p>
<p style="text-align: justify;"><strong>ফের খেতাব জয় সাবালেঙ্কার</strong></p>
<p style="text-align: justify;">মহিলাদের টেনিসে সিঙ্গলসে জয় ছিনিয়ে নিলেন আরিয়ানা সাবালেঙ্কা। এই নিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন (Aus) জিতে নিলেন বেলারুশের এই টেনিস সুন্দরী। খেলার ফল আরিয়ানার পক্ষে ৬-৩, ৬-২। স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিয়েছেন জার্মানির টেনিস সুন্দরী। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সাবালেঙ্কাই। ভিক্টোরিয়া আজারেঙ্কার পর দ্বিতীয় মহিলা টেনিস প্লেয়ার হিসেবে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন এই বেলারুশের টেনিস সুন্দরী।</p>
<p style="text-align: justify;"><strong>পোপের সেঞ্চুরিতে লড়ছে ইংল্যান্ড</strong></p>
<p>টেস্ট ক্রিকেটের হারানো উন্মাদনা যেন&nbsp; ফিরে এল নিজামের শহরে। যেখানে ভারতের বিরুদ্ধে কোণঠাসা অবস্থা থেকেও দুরন্ত প্রত্যাঘাত ইংল্যান্ডের (IND vs ENG)। সেঞ্চুরি করে ম্যাচ জমিয়ে দিলেন অলি পোপ (Ollie Pope)। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৩১৬/৬। ভারতের চেয়ে ১২৬ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ।&nbsp;দ্বিতীয় ইনিংসে একটা সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১৬৩/৫। সেখান থেকে প্রথমে বেন ফোকসের সঙ্গে জুটি বেঁধে ষষ্ঠ উইকেটে ১১২ রানের পার্টনারশিপ গড়েন পোপ। ফোকস ৩৪ রানে ফিরলেও টলানো যায়নি পোপকে। শনিবার দিনের শেষে ১৪৮ রান করে ক্রিজে রয়েছেন তিনি। সঙ্গী রেহান আমেদ ১৬ রানে অপরাজিত। সপ্তম উইকেটে ইতিমধ্যেই মূল্যবান ৪১ রান যোগ করে ফেলেছেন পোপ ও রেহান। দুশো রানের লিড নিতে পারলে টেস্ট ম্যাচের উপভোগ্য সমাপ্তি দেখতে পারেন ক্রিকেটপ্রেমীরা।</p>
<p style="text-align: justify;"><strong>মনোজের সেঞ্চুরি, রিয়ানের চোট</strong></p>
<p style="text-align: justify;">অসমের বিরুদ্ধে রঞ্জি (Ranji Trophy) ম্যাচের প্রথম দিনই মাইলফলক স্পর্শ করেছিলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন বাংলার ক্রিকেটার। দ্বিতীয় দিন সেই ম্যাচই আরও স্পেশ্যাল হয়ে রইল মনোজের কাছে। কারণ, সেঞ্চুরি করলেন ডানহাতি ব্যাটার। ২৬৪ বলে ১০০ রান করলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০তম সেঞ্চুরি মনোজের। দ্বিতীয় দিন বাংলার প্রথম ইনিংস শেষ হল ৪০৫ রানে। জবাবে কোণঠাসা অসম। ঘরের মাঠে ৯৯ রানে ৮ উইকেট পড়ে গিয়েছে অসমের। গোদের ওপর বিষফোঁড়া, রিয়ান পরাগের চোট। যে কারণে ব্যাটই করতে পারলেন না অসম অধিনায়ক।</p>