High Court on Madhyamik registration: ‘ফেব্রুয়ারির মধ্যে জানান’, আগামী মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে নির্দেশ হাইকোর্টের

চলতি বছর মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা পড়তে হয়েছিল পরীক্ষার্থীদের। সেই সমস্যা যেন আগামী দিনে না হয়, সে জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিল হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু মঙ্গলবার  নির্দেশ দিয়েছেন, ‘ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত স্কুলের প্রধান শিক্ষককে সম্মতিপত্র দিয়ে জানাতে হবে ২০২৫ সালের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রশন হয়ে গিয়েছে।’ পাশাপাশি বলা হয়েছে, অর্ডার কপি মধ্যশিক্ষা পর্ষদের ওয়েব সাইটে আপলোড করতে হবে।  

চলতি বছরের পরীক্ষার দিন ক্রমশ এগিয়ে আসা সত্বেও দেখা যায় রাজ্যের একাধিক স্কুলে পর্রীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পায়নি। এই অভিযোগ নিয়ে একের পর মামলা হয় হাইকোর্টে। 

পড়ুন: এখনও অ্যাডমিট কার্ড পায় বহু পরীক্ষার্থী, বিচারপতির ভর্ৎসনার মুখে প্রধান শিক্ষকরা

পর্ষদের পক্ষ থেকে বলা স্কুলের সব মাধ্যমিক পর্রীক্ষার্থী অ্যাডমিট কার্ড পেয়েছে কিনা তা প্রধান শিক্ষককে হলফনামা দিয়ে জানাতে হবে। কিন্তু অনেক স্কুল প্রধান শিক্ষক সেই হলফনামা জমা দেননি। এদিন আদালতে পর্ষদের আইনজীবী কোয়েলি ভট্টাচার্য বলেন, ‘প্রধান শিক্ষকদের সম্মতিপত্র দিতে বলা হলে তাঁদের একটি সংগঠন চিঠি দিয়ে জানিয়েছে তা দিতে তাঁদের সম্মানহানি হচ্ছে।’

প্রধান শিক্ষকদের জরিমানার নির্দেশ বিচারপতির

রেজিস্ট্রেশন সংক্রান্ত গাফিলতির জন্য প্রধান শিক্ষকদের জরিমানার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পড়ুয়া পিছু পাঁচ হাজার টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছিলেন তিনি। এর সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে পড়ুয়াদের মধ্যে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে অ্যাডমিট কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। 

এ প্রসঙ্গে সোমবার বিচারপতি বসু বলেন, জীবনের বড় পরীক্ষায় বসার আগে মাধ্যমিক পড়ুয়াকের এই ধরনের মানসিক চাপ নিতে হয়েছে। এই বিষয়টি একেবারের ভাল চোখে দেখছে না আদালত। এই ধরনের কাজ অনুচিত বলে তাঁর পর্যবেক্ষণে জানান বিচারপতি। গত বছরও একই ঘটনার জন্য এক প্রধান শিক্ষককে মোটা অঙ্কের জরিমানা করেছিল আদালত।

পডুন। আদালতের আদেশ অমান্য! কেন ধরা গেল না শিক্ষক নিগ্রহকারীদের, রিপোর্ট তলব বিচারপতির

বাগুইআটি জ্যাংড়া আদর্শ বিদ্যালয়, অশোকনগরের সূর্য মৌলনা আজাদ উচ্চ বিদ্যালয় এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রৌশনারা মেমোরিয়াল হাইস্কুলের একাধিক ছাত্রছাত্রীর অভিভাবকরা অ্যাডমিট কার্ড হাতে না পাওয়ায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

পড়ুন।  পাড়ায় সমাধান শিবিরে শিক্ষক বদলি! মধ্যশিক্ষা পর্ষদের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

বাগুইআটি জ্যাংড়া আদর্শ বিদ্যালয়, অশোকনগরের সূর্য মৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে কোনও আইনজীবী সোমবার উপস্থিত না থাকলেও রঘুনাথগঞ্জের রৌশনারা মেমোরিয়াল হাইস্কুলের আইনজীবী ভুলের কথা স্বীকার করে নিয়েছেন।