IND vs ENG: "৫-০ তে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতবে ইংল্যান্ড", ভবিষ্যদ্বাণী প্রাক্তন ইংরেজ স্পিনারের

<p><strong>বিশাখাপত্তনম</strong>: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারতে হয়েছে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>কে। যেই সিরিজ শুরুর আগে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলেছিলেন যে এই সিরিজে একটি ম্যাচও জিততে পারবে না ব্রিটিশ বাহিনী, সেখানে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেতে হয়েছে রোহিতদের। এবার আরও বড় ভবিষ্যদ্বাণী করলেন মন্টি পানেসর। ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার মনে করেন সিরিজে ৫-০ ব্যবধানেও জিততে পারেন স্টোকসরা।&nbsp;</p>
<p>প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক ছিলেন ওলি পোপ ও টম হার্টলি। প্রথমজন ব্যাট হাতে দুরন্ত ১৯৬ রানের ইনিংস খেলেছিলেন দ্বিতীয় ইনিংসে। দ্বিতীয়জন বল হাতে তুলে নিয়েছিলেন ৭ উইকেট। এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের প্রাক্তন তারকা স্পিনার জানিয়েছেন, "ওলি ও টম আগের ম্যাচে ইংল্যান্ডের জয়ের নায়ক। ওরা দুর্দান্ত পারফর্ম করেছে। যদি ওরা দুজনই গোটা সিরিজে এই ফর্ম ধরে রাখতে পারে, তবে কিন্তু ইংল্যান্ড সিরিজে ৫-০ ব্যবধানে হারাতেই পারে ভারতকে।" তবে পানেসর এমনও জানান যে বিরাট <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli" data-type="interlinkingkeywords">কোহলি</a> ফিরে আসার পর ইংল্যান্ডের বোলিং আক্রমণকে পাল্টা আক্রমণ করবেন।&nbsp;</p>
<p>এমনিতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যার জেরে দুর্বল হয়েছে ভারতের ব্যাটিং (Team India)। হায়দরাবাদে ইংল্যান্ডের ২৩১ রানের লক্ষ্যপূরণ করতে গিয়ে ভারতীয় ইনিংস যখন কেঁপে গিয়েছিল, রোহিতরা ম্যাচ হেরেছিলেন ২৮ রানে, অনেকেই কোহলির অনুপস্থিতি নিয়ে হাহুতাশ করেছিলেন।</p>
<p>তবে দ্বিতীয় টেস্টে শুধু <a title="কোহলি" href="https://bengali.abplive.com/topic/virat-kohli/amp" target="_top" data-type="interlinkingkeywords">কোহলি</a>&nbsp;নন, খেলতে পারবেন না আরও দুই তারকা। কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দুজনেরই চোট রয়েছে। জাডেজার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। রবিবার হায়দরাবাদে রান আউট হয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। সেই রানটি নিতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাডেজা। তাঁকে পায়ে হাত দিয়ে খোঁড়াতেও দেখা গিয়েছিল। সেই চোটের ধাক্কাতেই দ্বিতীয় টেস্টে নেই তিনি।</p>
<p>অন্যদিকে, কে এল রাহুলের ডানদিকের কোয়াড্রিসেপস পেশিতে চোট রয়েছে। তিনিও বিশাখাপত্তনমে খেলতে পারবেন না। তাঁদের বিকল্প হিসাবে সরফরাজ খান, সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দরকে জাতীয় দলে ডাকা হয়েছে। এই প্রথম ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন সরফরাজ।</p>
<p>বোর্ডের চিকিৎসকরা রাহুল ও জাডেজা, দুজনেরই চোট পরীক্ষা করছেন। সেই মতো তাঁদের চিকিৎসা হচ্ছে। ওয়াশিংটন ভারতীয় এ দলে ছিলেন। তাঁকে সিনিয়র দলে ডাকায় ভারতীয় এ দলে পরিবর্ত হিসাবে যোগ দিচ্ছেন সারাংশ জৈন।</p>