WB Medical Council: বেসরকারি হাসপাতালের কাছে ভিন রাজ্যের চিকিৎসকদের তালিকা চাইল মেডিক্যাল কাউন্সিল

রাজ্যের অনেক বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকেন ভিন রাজ্যের চিকিৎসকরা। অথচ রাজ্য সরকারের কাছে ওই চিকিৎসকদের সম্পর্কে কোনও তথ্য নেই। ফলে চিকিৎসায় গাফিলতি সংক্রান্ত কোনও অভিযোগ পেলে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে সমস্যা হয়। তাছাড়া স্বাস্থ্যসাথী প্রকল্পে ভিন রাজ্যের চিকিৎসকরা চিকিৎসা করাতে পারবেন না বলে নির্দেশ রয়েছে স্বাস্থ্য দফতরের। এই অবস্থায় বেসরকারি হাসপাতালগুলির কাছে এই সমস্ত চিকিৎসকদের তালিকা চেয়ে পাঠাল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

আরও পড়ুন: চিকিৎসায় গাফিলতির অভিযোগে ৩ ডাক্তারের রেজিস্ট্রেশন বাতিল, ১৫ জনের নামে চার্জশিট

প্রাথমিকভাবে শহরের সাতটি বেসরকারি হাসপাতালের কাছে এই তালিকা চেয়ে পাঠানো হয়েছে। তাদের সঙ্গে ভিন রাজ্যের যে সমস্ত চিকিৎসকরা যুক্ত তাদের তথ্য দিতে বলা হয়েছে। পরবর্তী হবে সময় সব বেসরকারি হাসপাতালগুলির কাছেও এই সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হবে বলে মেডিল্যাল কাউন্সিল সূত্রে জানা গিয়েছে।

ওই সাতটি হাসপাতালকে আগামী ১৫ দিনের মধ্যে তাদের সঙ্গে যুক্ত ভিন রাজ্যের চিকিৎসকদের তালিকা পাঠাতে বলা হয়েছে। সে ক্ষেত্রে ওই চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর, তিনি কোন রাজ্যের বাসিন্দা? সেই সংক্রান্ত বিষয় উল্লেখ করতে হবে জানা গিয়েছে। তাছাড়া, অনেক ক্ষেত্রে আয়ুষ চিকিৎসকরাও আইসিইউতে পরিষেবা দেন। সে ক্ষেত্রে একাধিক অভিযোগ ওঠে। তা বন্ধ করতে চাইছে মেডিক্যাল কাউন্সিল। তাছাড়া চিকিৎসায় গাফিলতির অভিযোগ এলে যাতে পদক্ষেপ করা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে চায়ছে। তার জন্যই এই পদক্ষেপ।

শুধু মেডিক্যাল কাউন্সিল নয়, স্বাস্থ্য দফতরের তরফেও গত নভেম্বরে বিজ্ঞপ্তি জারি করে ভিন রাজ্যের চিকিৎসক নিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছিল। সেক্ষেত্রে জানানো হয়েছিল অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর থাকা চিকিৎসকরা এই রাজ্যের হাসপাতালে স্বাস্থ্য সাথী প্রকল্পে পরিষেবা দিতে পারবেন না। সে ক্ষেত্রে এই রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে চিকিৎসকের। এরপরই এ রাজ্যের চিকিৎসকের স্বাস্থ্য সাথী পোর্টালে নাম নথিভুক্ত করার নির্দেশে দিয়েছিল স্বাস্থ্য দফতর। কিন্তু সে ক্ষেত্রে দেখা যায় অনেকেই নাম নথিভুক্ত করেননি। তারপরেই নড়েচড়ে বসে মেডিক্যাল কাউন্সিল। আর এবার ভিন রাজ্যের চিকিৎসকদের তালিকা চেয়ে পাঠালো পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। জানা গিয়েছে, আগামী দিনে এ রাজ্যে রোগী দেখতে হলে সে ক্ষেত্রে এখানকার মেডিক্যাল কাউন্সেলে চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হবে।