Barrackpur: বারাকপুরে বিজেপির কর্মসূচিতে ধুন্ধুমার, পুলিশের লাঠিতে আহত একাধিক মহিলা

বারাকপুরে বিজেপির পুলিশ কমিশনারের দফতর অভিযান ঘিরে ধুন্ধুমার। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির কর্মসূচিতে নির্বিচারে লাঠি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। পুলিশের লাঠির ঘায়ে আহত হলেন একাধিক মহিলা বিজেপি কর্মী। চিড়িয়া মোড়ের কর্মসূচি থেকে বারাকপুর স্টেশন পর্যন্ত তাড়া করে বিজেপি কর্মীদের পেটাল পুলিশ।

সোমবার বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে পুলিশ কমিশনারের দফতর অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেই মিছিল রুখতে চার চারটে ব্যারিকেড বানিয়েছিল পুলিশ। বিটি রোড ধরে এগিয়ে মিছিল স্লোগান দিতে দিতে প্রথম দুটি ব্যারিকেড সহজেই ভেঙে ফেলে। তৃতীয় ব্যারিকেডের কাছে বিক্ষোভকারীরা পৌঁছতেই জলকামান চালায় পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। পালটা জলকামান লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

এর পর ব্যারিকেড টপকে এসে বিজেপি কর্মীদের ওপর নির্বিচারে লাঠি চালান পুলিশকর্মীরা। মহিলা বিজেপি কর্মীদের ওপর লাঠি চালান পুরুষ পুলিশ কর্মীরা। পুলিশের মারে অসুস্থ হয়ে পড়েন একাধিক মহিলা বিজেপি কর্মী। এখানেই থামেনি পুলিশ চিড়িয়া মোড় থেকে তাড়া করে বারাকপুর রেল স্টেশনে ঢুকে পড়েন তাঁরা। এমনকী এক মতুয়া ভক্তকে মারধর করতে দেখা যায় পুলিশকে। পুলিশের মারে দুমড়ে যায় তাঁর ডাঙ্কা।

পুলিশের লাঠি চালনার তীব্র নিন্দা করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে। মহিলা বিজেপি কর্মীদের ওপর পুরুষ পুলিশকর্মীরা লাঠি চালিয়েছে। আমদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশই আগে ইট ছুড়েছে। আমি এই পুলিশ কমিশনারের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জানাব।