Ruby Blockade: মিলছে না জ্বালানি, অটো অবরোধ রুবি মোড়ে, সকাল সকাল ভোগান্তি অফিসযাত্রীদের

সকাল সকাল রুবি মোড় অবরোধ করলেন অটো চালকরা। অফিস টাইমে ইএম বাইপাসে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অফিসযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জানা গিয়েছে, পাম্পে গিয়েও সিএনজি না মেলায় অটোচালকরা এই অবরোধ করেছেন। আন্দোলনকারীদের অভিযোগ, কলকাতার প্রায় কোনও সিএনজি কেন্দ্রেই জ্বালানি মিলছে না। এই আবহে গড়িয়া থেকে উল্টোডাঙাগামী লেন অবরোধ করা হয় অটো দাঁড় করিয়ে। (আরও পড়ুন: মমতা সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ CAG-র, গলা শুকিয়ে গেল তৃণমূলের?)

আরও পড়ুন: মোদীকে ‘বা*’ বলেছেন মমতা? CM-এর পোস্টারে ঢালল মধু রাহুলকে ‘গা*’ বলা শুভেন্দুর দল

রিপোর্ট অনুযায়ী, রুবি মোড়ে আড়াআড়িভাবে প্রচুর অটো দাঁড় করিয়ে দিয়ে গাড়ি চলাচল ব্যাহত করা হয়। এর জেরে উল্টোডাঙাগামী গাড়িগুলি দাঁড়িয়ে পড়ে রুবিতে। অফিস টাইমে কার্যত স্তব্ধ হয়ে যায় বাইপাসের একটা বড় অংশ। এর জেরে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এদিকে অটোচালকরা রুবি মোড়ে দাঁড়িয়ে তাঁদের দাবিদাওয়া জানিয়ে স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুন: বাংলায় আজ বৃষ্টি, সরস্বতী পুজোর আগে ‘শেষবারের মতো’ নামবে কলকাতার পারদ?

এদিকে রুবি মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে অবরোধ সরানোর চেষ্টা করেন। তবে অবরোধে অনড় থাকেন আন্দোলনকারীরা। উলটে অটো চালকেরা রাস্তায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, অবিলম্বে সব পেট্রল পাম্পে সিএনজি-র ব্যবস্থা করতে হবে। পরে পুলিশের কথায় অবরোধ উঠতে শুরু করে ধীরে ধীরে। যান চলাচল শুরু হয়।

এরই মাঝে যানজটে আটকে পড়া নিত্যযাত্রীরা উষ্মা প্রকাশ করেন। অনেকেই অভিযোগ করেন যে অফিসের সময় পার হয়ে গিয়েছে এই যানজটে আটকে পড়ে। এর জেরে বেতন কাটার আশঙ্কা প্রকাশ করেন অবেকেই। এদিকে মাধ্যমিকের মাঝে এই ধরনের কর্মসূচি হলেও কোনও পরীক্ষার্থী এই যানজটে আটকে পড়েন বলে খবর নেই এখনও। তবে অনেক কলেজ পড়ুয়া এই রুটে আটকে পড়েন এই যানজটের জেরে।

এদিকে অবরোধকারীদের বক্তব্য, সিএনজি স্টেশনে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও জ্বানালি মেলে না। এই আবহে তাঁদের বক্তব্য, সরকারকে জ্বালানির ব্যবস্থা করে দিতে হবে। কারণ সিএনজি না থাকলে অটো দাঁড়িয়ে থাকছে। তাতে উপার্জন হচ্ছে না। অটো চালকদের অভিযোগ, তাঁদের কথা কেউ শুনছেন না। তাই বাধ্য হয়ে এই অবরোধ করতে হয় তাঁদের।