India To Play Five Match T20I Series Vs Zimbabwe In July This Year

নয়াদিল্লি: সাত বছরের ব্যবধান। ২০১৬ সালের পর ফের একবার জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ে (IND vs ZIM T20I) মুখোমুখি হতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ সমাপ্ত হওয়ার পরেই জুলাই মাসে জিম্বাবোয়েতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে যাবে ভারতীয় দল। ৬ থেকে ১৪ জুলাই এই সিরিজ় আয়োজিত হবে।  

এ বছরেই যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। ১ জুন থেকে শুরু হয় ২৯ জুন পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। ঠিক তারপরেই দ্বিপাক্ষিক সিরিজ়ে মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে। জিম্বাবোয়ে ক্রিকেটের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয় এই সিরিজ়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং ক্রিকেটীয় বন্ধন আরও উন্নত করবে। 

জিম্বাবোয়ে ক্রিকেটের সভাপতি তাভেংয়া মুখুলানি বলেন, ‘আমরা আসন্ন জুলাইয়ে ভারতকে টি-টোয়েন্টি সিরিজ়ের জন্য আহ্বান জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। এই বছর, এ মরশুমে এই সিরিজ়টাই সেরা আকর্ষণ হতে চলেছে। ভারতীয়দের ক্রিকেটের প্রতি ভালবাসা এবং দায়বদ্ধতা থেকে সবসময়ই ক্রিকেট লাভবান হয়েছে। জিম্বাবোয়েতে আবারও খেলতে আসতে রাজি হওয়ার জন্য বিসিসিআইকে অনেক অনেক ধন্যবাদ।’

বিসিসিআই সচিব জয় শাহেরও এই বিষয়ে মতামত প্রায় একই। ‘গোটা বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারে বিসিসিআই সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। বর্তমান সময়টা যে জিম্বাবোয়ের ক্রিকেটের নতুনভাবে শুরু করার সময় এবং তার জন্য যে ওদের আমাদের সাহায্য প্রয়োজন, সেটা আমি বুঝতে পারছি।’ বলেন জয় শাহ। এই নিয়ে চতুর্থবার জিম্বাবোয়ের মাটিতে ভারতীয় দল টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে।

এর আগে ২০১০, ২০১৫ এবং ২০১৬ সালে আফ্রিকা এই দেশের মাটিতে ভারতীয় দল দ্বিপাক্ষিক সিরিজ় খেলেছে। দুই দল ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার একে অপরের মুখোমুখি হয়েছিল। মেলবোর্ন সেই ম্যাচে টিম ইন্ডিয়া ৭১ রানে জয় পেয়েছিল। সেই ম্যাচটা সূর্যকুমর যাদবের জন্য কিন্তু বেশ স্মরণীয় ছিল। সেই ম্যাচে ২৫ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন দুইবারের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। এবারও তাঁর থেকে তেমন কিছুরই প্রত্যাশা থাকবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন: আবেগ দিয়ে সবটা বিচার করা যায় না, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বদল প্রসঙ্গে অকপট কোচ বাউচার