Kolkata Corporation: সম্পত্তি কর কি বছরের পর বছর ধরে বকেয়া? কলকাতা পুরসভায় ছাড়ের সুবিধায় বিরাট বদল

অনেকেরই অনেক টাকা সম্পত্তি কর বাকি থেকে যায়। নানা কারণে বছরের পর বছর ধরে সম্পত্তি কর দেওয়া হয় না। তবে এবার সূত্রের খবর, বকেয়া সম্পত্তি করে ছাড় দেওয়ার কাজটি কিছুটা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। তবে কর ছাড়ের সুবিধে পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে, আর একেবারেই এই কর ছাড়ের সুবিধা পাওয়া যাবে না এমনটা নয়।  কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। বলা ভালো ছাড় দেওয়ার ক্ষেত্রে নানা বিধিনিষেধ থাকবে।

মূলত যেটা দেখা হবে বছরের পর বছর ধরে যারা ইচ্ছাকৃতভাবে সম্পত্তি কর দেননি তাদের ছাড় দেওয়ার ক্ষেত্রে একাধিক ধাপ করা হচ্ছে। মানে কার কত বছর ধরে সম্পত্তি কর বকেয়া রয়েছে তার উপর নির্ভর করে ছাড়ের পরিমাণ নির্ভর করছে। 

অর্থাৎ কার কতদিনের কর বকেয়া রয়েছে তার উপর নির্ভর করে কর ছাড়ের বিষয়টি নির্ভর করেছে।  যাদের দু বছর পর্যন্ত সম্পত্তি কর বকেয়া রয়েছে তারা জরিমানার ৯৯ শতাংশ ও সুদের উপর ৫০ শতাংশ ছাড় পাবেন। আবার দু বছরের বেশি সময় ও পাঁচ বছরের কম সময়ের বকেয়া কর মেটানোর ইচ্ছা প্রকাশ করলে জরিমানায় ৭৫ শতাংশ ও সুদে ৪৫ শতাংশ ছাড় মিলবে। যাদের সম্পত্তি কর ৫ বছর থেকে ১০ বছর বকেয়া আছে, সেক্ষেত্রে করদাতাদের জরিমানার উপর ৫০ শতাংশ ও সুদের উপর ৩৫ শতাংশ মকুব করা হবে। আর ১০ বছরের বেশি সময় ধরে যাদের সম্পত্তি কর বকেয়া রয়েছে তাদের জরিমানার উপর ২৫ শতাংশ ছাড় মিলবে আর সুদের উপর ৩০ শতাংশ ছাড় মিলবে। মানে যার যত দিনের বকেয়া তাঁর ছাড় ততটাই কমবে। সেক্ষেত্রে যাঁদের সম্পত্তি কর বকেয়া রয়েছে তাঁরা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 

আগামী অর্থবর্ষের প্রথম মাসের প্রথম দিন থেকেই এই নয়া সিদ্ধান্ত কার্যকরী হবে। সেক্ষেত্রে এখন থেকে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ না করলে বকেয়া আরও বাড়তে পারে।