NZ vs AUS: অজি সিরিজের কিউয়ি দল ঘোষণা, প্রায় ১৫ মাস পর টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলে ফিরলেন বোল্ট

<p style="text-align: justify;"><strong>অকল্যান্ড:</strong> অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড দল ঘোষণা করা হল। দলে ফিরলেন অভিজ্ঞ পেস ব্যাটারি ট্রেন্ট বোল্ট। ৩৪ বছরের তারকা পেসার শেষবার ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে খেলেছিলেন দেশের জার্সিতে। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে শেষবার মাঠে নেমেছিলেন বোল্ট। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার খেলেছিলেন বোল্ট ২০২২ সালে। সেই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল নিউজিল্যান্ডকে।&nbsp;</p>
<p style="text-align: justify;">কেন উইলিয়ামসনকে অবশ্য দলে নেওয়া হয়নি। তিনি পিতৃত্বকালীন ছুটিতে আছেন। অন্য়দিকে ড্যারেল মিচেলও স্থান পাননি দলে। পায়ের পাতায় চোট পেয়েছিলেন মিচেল। এখনও রিহ্যাবে রয়েছেন তিনি। নবাগত জশ ক্লার্কসনকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। খুব সম্ভবত তিনি টি-টোয়েন্টি অভিষেকও করতে পারেন অজিদের বিরুদ্ধে। তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্য়াচটি খেলা হবে ওয়েলিংটনে আগামী ২১ ফেব্রুয়ারি। দ্বিতীয় ম্য়াচটি ইডেন পার্কে ২৩ ফেব্রুয়ারি ও আগামী ২৫ ফেব্রুয়ারি অকল্যান্ডে হবে তৃতীয় টি-টোয়েন্টি।&nbsp;</p>
<p style="text-align: justify;">অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রাসেল ঝড়</p>
<p>অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জয় ওয়েস্ট ইন্ডিজের। যার নেপথ্য কারিগর আন্দ্রে রাসেল। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য যাঁকে বলা হয় মাসল রাসেল। <a title="কলকাতা নাইট রাইডার্স" href="https://bengali.abplive.com/topic/kolkata-knight-riders" data-type="interlinkingkeywords">কলকাতা নাইট রাইডার্স</a>ের অন্যতম সেরা অস্ত্র। পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯ বলে ৭১ রানের খুনে মেজাজের ইনিংস খেললেন। সেই সঙ্গে গড়লেন এক রেকর্ডও। শেন রাদারফোর্ডের সঙ্গে ষষ্ঠ উইকেটে ১৩৯ রান যোগ করলেন রাসেল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে যা সর্বোচ্চ।&nbsp;ম্যাচের একটা সময় ৮.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল পাঁচ উইকেটে ৭৯ রান। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২২০ রান তুলেছিল।&nbsp;</p>
<p>আরও একটি রেকর্ড গড়লেন&nbsp;<a href="https://bangla.hindustantimes.com/cricket/icc-potm-west-indies-shamar-joseph-beats-ollie-pope-and-josh-hazlewood-to-win-cricketer-of-january-month-31707822950524.html" rel="nofollow">ওয়েস্ট ইন্ডিজের</a>&nbsp;দুই ব্যাটার। আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার ছয় এবং সাত নম্বর দুই ব্যাটার উভয়েই একটি টি-টোয়েন্টি ইনিংসে অর্ধশতক করেছেন। অস্ট্রেলিয়ার হয়ে, ২০১০ সালে, ক্যামেরন হোয়াইট এবং মাইক হাসি ষষ্ঠ উইকেটে ১০১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন। এবারে রাসেল ও রাদারফোর্ডের জুটি স্কোর বোর্ডে ১৩৯ রান যোগ করেন। রাদারফোর্ড চল্লিশ বলে অপরাজিত ৬৭ রান করেন। তিনি পাঁচটি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলেন। এই সময়ে&nbsp;<a title="আন্দ্রে রাসেল" href="https://bengali.abplive.com/topic/andre-russel" data-type="interlinkingkeywords">আন্দ্রে রাসেল</a>&nbsp;২৯ বলে ৭১ রান করেন। তিনি নিজের ইনিংসে চারটি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকান।</p>
<p>পারথে মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৩৭ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়াল ক্যারিবিয়ানরা। ২২০ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে ১৮৩ রানে থামিয়ে দেয় তারা। প্রথম দুই ম্যাচ জিতে তিন টি-টোয়েন্টির সিরিজটি আগেই নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।</p>