আভদিভকা থেকে আংশিক সেনা প্রত্যাহার করছে ইউক্রেন

পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান লড়াইয়ে আরও সুবিধাজনক অবস্থানে এসব সেনাদের মোতায়েন করা হবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র দিমিত্রো লিখোভি এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে দিমিত্রো লিখোভি বলেছেন, আভদিভকায় ইউক্রেন বিকল্প সরঞ্জাম রুট সক্রিয় করেছে। কিন্তু সেখান থেকে শহরটিতে সরবরাহ পাঠানো ও সেনাদের বের করে নিয়ে আসা কঠিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বাত্মক আক্রমণের প্রথম দিকে ইউক্রেনীয় রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর দেশটির পূর্বাঞ্চলে মনোযোগ কেন্দ্রীভূত করে রাশিয়া। গত বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে আভদিভকা দখলে অভিযান জোরদার করেছে মস্কোর সেনারা।

লিখোভি বলেছেন, আভদিভকায় সেনাদের স্থানান্তর চলমান রয়েছে। কয়েক জায়গায় সুবিধাজনক স্থানে সেনাদের পাঠানো হচ্ছে। কিছু স্থানে রাশিয়ার সেনারা আমাদের অবস্থান পাল্টাতে বাধ্য করেছে।

তিনি আরও বলেছেন, আভদিভকায় সরবরাহ পাঠানো ও সেখান থেকে সেনাদের বের করে নিয়ে আসা কঠিন হয়ে পড়েছে। পূর্বে প্রস্তুত রাখা বিকল্প সরবরাহ রুট কাজ করছে।

ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে আভদিভকা। ২০১৪ সালে কিছু দিনের জন্য রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা শহরটি দখল করেছিল। কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা তা পুনরুদ্ধার করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে।

ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চলীয় ভূখণ্ড পুনরুদ্ধারে ভবিষ্যৎ অগ্রগতির জন্য আভদিভকাকে একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করে। শহরটি থেকে ২০ কিলোমিটার দূরে রুশ নিয়ন্ত্রিত ডোনেস্ক অবস্থিত। তবে ইউক্রেনীয় বিশ্লেষকদের মতে, রাশিয়ার একটি দীর্ঘায়িত অভিযানে শহরটি দখল করলেও লাভ খুব বেশি হবে না। ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশ বাহিনী।