ক্যানসার ভ্যাকসিন তৈরির খুব কাছে রাশিয়া, দাবি রুশ প্রেসিডেন্টের! চিকিৎসা ক্ষেত্রে বড় বিপ্লবের ইঙ্গিত পুতিনের কণ্ঠে

যে মারণ রোগ নিয়ে কয়েক যুগ ধরে চলছে নানান গবেষণা, সেই ক্যানসারের চিকিৎসা নিয়ে বড় দাবি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ক্যানসারের ভ্যাকসিন তৈরির খুব কাছে রাশিয়া পৌঁছে গিয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দাবি, তা রোগীদের কাছে খুব শিগগির পৌঁছবে। আগামীর প্রযুক্তি সম্পর্কিত এক অনুষ্ঠানে মস্কোতে এই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। 

পুতিন কী বলেছেন?

চিকিৎসা জগতে বড় বিপ্লব আনার সুর চড়া করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, ‘আমরা খুব কাছে চলে এসেছি তথাকথিত ক্যানসার ভ্যাকসিন ও ইমিউনোমডিউলেটারি ড্রাগস নতুন প্রজন্মের জন্য তৈরির ক্ষেত্রে।’ পুতিন বলছেন, ‘ আমি আশা করি যে শীঘ্রই তারা কার্যকরভাবে পৃথক থেরাপির পদ্ধতি হিসাবে ব্যবহার করা হবে।’ তবে পুতিন তাঁর বক্তব্যে জানাননি যে, কোন ধরনের ক্যানসারের দিকে লক্ষ্য রেখে এই ভ্যাকসিন তৈরি হতে চলেছে। আর তা কীভাবে তৈরি হচ্ছে, তাও জানাননি পুতিন। ফলে রাশিয়ার এই দাবি নিয়ে কিছুটা জল্পনা থেকে যাচ্ছে। 

বিশ্ব জুড়ে ক্যানসার নিয়ে গবেষণা:- 

প্রসঙ্গত, দেশ বিদেশে একাধিক সংস্থা ও প্রতিষ্ঠান ক্যানসারের চিকিৎসা নিয়ে নানান গবেষণা চালাচ্ছে। গত বছরেই, ব্রিটেনের সরকার, জার্মানির বায়েএনটেক নামের এক সংস্থার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়। এই চুক্তি অনুযায়ী, ‘পার্সোনালাইসজ ক্যানসার ট্রিটমেন্টের’ ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। যা ১০ হাজার রোগীর দেহে করা হবে। আর তা চলবে ২০৩০ সাল পর্যন্ত। ফার্মাসিউটিক্যাল কোম্পানি Moderna এবং Merck & Co একটি পরীক্ষামূলক ক্যান্সারের ভ্যাকসিন তৈরি করছে। এই গবেষণা মেলানোমা ঘিরে। এটি একটি মারণ ত্বক ক্যানসার। এই গবেষণার হাত ধরে তারা ক্যানসার ভ্যাকসিন তৈরি করতে চাইছে। আপাতত এই গবেষণা মধ্যপথে রয়েছে। গবেষণার মাধ্যমে তারা এই ক্য়ানসার যাতে রোগীর দেহে আর ফিরে না আসে, তার চেষ্টা করা হচ্ছে। এছাড়াও মেলানোমা থেকে যাতে রোগীর মৃত্যু না হয়, তার চেষ্টায় চলছে গবেষণা। এর জন্য তিন বছর ধরে চিকিৎসা দরকার কি না, বা কত দিনের চিকিৎসা দরকার, তা নিয়েও গবেষণা আলোচনা করছে। 

ভ্লাদিমির পুতিনের স্বাস্থ্যের অবস্থা

ইউক্রেনে রুশ আগ্রাসনের মাঝে,  কিছু রিপোর্ট দাবি করে পুতিন নিজে পারকিনসনের মতো রোগে ভুগছেন। বহু রিপোর্ট দাবি করেছিল, ক্যানসারে আক্রান্ত হয়ে বডি ডবলও নাকি পুতিন ব্যবহার করছেন। তবে তা নস্যাৎ করে মস্কো।