হাওড়া–কাটোয়া শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা, লাইনে দাঁড়িয়ে তিন জোড়া লোকাল

সপ্তাহের মাঝপথে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটল। আজ, বৃহস্পতিবার সকাল থেকে ট্রেন পরিষেবা ব্যাহত হাওড়া–কাটোয়া শাখায়। এদিন সকালে হাওড়া–কাটোয়া শাখার বলাগড় ব্লকের খামারগাজি এবং ডুমুরদহের মাঝে ডাউন লাইনে ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। তার জেরে ওই শাখায় প্রায় ৪৫ মিনিট বন্ধ থাকে ট্রেন পরিষেবা। খবর পেতেই দ্রুত মেরামতির কাছে হাত লাগান রেলের কর্মীরা। তবে বেশ কিছুক্ষণ পর আপ লাইনে চালু হয় পরিষেবা।

কুন্তিঘাটে রেলের প্যান্টোগ্রাফ ভেঙে অনিয়মিত কাটোয়া ব্যান্ডেল শাখায় ডাউন লাইনে ট্রেন চলাচল। আপ লাইনেও অনিয়মিত ট্রেন। স্টেশনে দাঁড়িয়ে ডাউন কাটোয়া–হাওড়া ও কাটোয়া–ব্যান্ডেল লোকাল। ৩৭৯১২ ডাউন হাওড়া লোকাল ৫.১৪ মিনিটে জিরাট থেকে ছেড়ে যাওয়ার কথা হলেও ৮.০০ টার পরেও ছাড়েনি। তারপর এই পরিস্থিতিতে ৩ জোড়া ট্রেন পরপর দাঁড়িয়ে নানা স্টেশনে।

এদিকে জিরাট স্টেশন পর্যন্ত আপ–ডাউন দুই লাইনেই চলছে ট্রেন। তারপর থেকে শুধুমাত্র আপ লাইনে ট্রেন চলার জেরে একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ডাউন কাটোয়া–হাওড়া এবং ডাউন কাটোয়া–ব্যান্ডেল লোকাল। সুতরাং ভোগান্তি হচ্ছে নিত্যযাত্রীদের। রেলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, দুপুরের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে। তবে ব্যস্ত দিনে এভাবে সকাল থেকেই ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। জিরাটের স্টেশন মাস্টার জানান, ডাউন লাইন বন্ধ থাকার জন্য কিছু এক্সপ্রেস ট্রেন আপ লাইন দিয়ে চালানো হয়েছে। প্যান্টোগ্রাফ ভেঙে পড়ায় এই বিপত্তি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে একটু তো সময় লাগবে। ডাউন লাইনে ট্রেন বন্ধ থাকায় সমস্যা হচ্ছে। নিত্যযাত্রীরা অপেক্ষা করছেন কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে। সকালে ট্রেনে করে কাটোয়া থেকে শেওড়াফুলি হাটে সবজি নিয়ে যান চাষিরা। কিন্তু আজ তাঁরা যেতে পারেননি।

আরও পড়ুন:‌ ব্রেন টিউবারকিউলোসিসে চুল নেই, ছাত্রীর পাশে দাঁড়াতে স্কুল কেশহীন সরস্বতীর পুজো করল

অন্যদিকে এই পরিস্থিতি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, কুন্তিঘাটে প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ আছে। সেটা সারানোর কাজ চলছে। কুন্তিঘাটে রেলের প্যান্টোগ্রাফ তার ছিঁড়ে যায়। তার ফলেই বিপত্তির সূত্রপাত হয়েছে। কয়েকজন নিত্যযাত্রী বলেন, ‘‌আজ অফিসে যাওয়ার তাড়া ছিল। লোকাল ট্রেন নিত্যদিনের মতো আমাদের ভরসার অন্যতম জায়গা ছিল। সেখানে দাঁড়িয়ে এই বিভ্রাটে বিস্তর ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত রেলের পক্ষ থেকে এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ করা হোক।’‌