মুরগির মাংস চুরি করে টিভি-ল্যাপটপ কিনতে গেল চোর

অর্থনৈতিক অস্থিরতা এবং খাদ্যের অভাবে ভুগছে কিউবা। এরই মধ্যে ঘটে গিয়েছে এক বিরল ডাকাতি। রাতারাতি প্রায় ১৩৩ টন মুরগির মাংস চুরির অভিযোগ উঠেছে ৩০ জন চোরের বিরুদ্ধে। কিউবার রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, চোরেরা রাজধানী হাভানার একটি রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ১,৬৬০টি সাদা বাক্স ভরে মাংস চুরি করে নিয়ে গিয়েছে। আর রেফ্রিজারেটর, ল্যাপটপ, টেলিভিশন এবং এয়ার কন্ডিশনার কেনার জন্য ওই মাংস বিক্রির অর্থ ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ।

কর্তৃপক্ষ মুরগির মাংস চুরির সঠিক সময় উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়েছে যে এটি সম্ভবত রাত ২ টোর মধ্যে ঘটেছে। এই সময়ে মাংসের হিমাগারে তাপমাত্রার ওঠানামা পর্যবেক্ষণ করে এবং ভিডিও ফুটেজের প্রমাণ খতিয়ে দেখে এমনটাই অনুমান করেছে কর্তৃপক্ষ। রাত ২ টোর সময়ই ওই চোরদের গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছে, বলে দাবি করছেন তাঁরা। অভিযুক্তদের মধ্যে ওই প্ল্যান্টের শিফট বস, আইটি কর্মী, তাঁদের পাশাপাশি নিরাপত্তা রক্ষী এবং কোম্পানির সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন বহিরাগত ব্যক্তিরাও হাজির ছিলেন। আর সন্দেহভাজনরা, দোষী সাব্যস্ত হলে, ২০ বছর পর্যন্ত জেল হতে পারে বলে রয়টার্স জানিয়েছে।

ফিদেল কাস্ত্রোর বিপ্লবকে অনুসরণ করে, ৬০ বছরেরও বেশি আগে প্রতিষ্ঠিত কমিউনিস্ট-চালিত এই কিউবা দ্বীপের রেশন বুক সিস্টেমের মাধ্যমে মুরগির মাংস ভর্তুকিযুক্ত খাবার হিসাবে, সাধারণত নাগরিকদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। খাদ্যসংকট মেটাতে বিরাট সাহায্য করে এটি। তাই খুব স্বাভাবিকভাবেই, কিউবার মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে রয়ে গিয়েছে মুরগির মাংস। উল্লেখ্য, কোভিড-১৯ মহামারী শেষ হওয়ার পর থেকে অর্থনৈতিক অবস্থার অবনতির পাশাপাশি অপরাধও পাল্লা দিয়ে বেড়েছে ঠিকই, যদিও ক্যারিবিয়ান দ্বীপে এমন বড় আকারের চুরির ঘটনা এখনও বিরল।

কারণ, কিউবার সরকারি খাদ্য বিতরণকারী COPMAR-এর পরিচালক রিগোবার্তো মুস্তেলিয়ার জানিয়েছেন, চুরির পরিমাণ কিউবা বাসীর এক মাসের মুরগির রেশনের প্রায় সমতুল্য। এছাড়াও অর্থনৈতিক সঙ্কটের কারণে সাম্প্রতিক বছরগুলিতে রেশন সিস্টেমে মুরগির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাসও পেয়েছে, যার ফলে খাদ্য, জ্বালানী এবং ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। তাই বর্তমানের বিতরণ হারের ভিত্তিতে, একটি মাঝারি আকারের প্রদেশের জন্য ১৩৩ টন মুরগি চুরি হয়ে যাওয়া অত্যন্ত দুশ্চিন্তার বিষয়।