TMC Slams BJP over MP Gangrape Case: গর্ভবতী মহিলাকে গণধর্ষণ, পুড়িয়ে মারার চেষ্টা বিজেপি শাসিত রাজ্যে, সরব তৃণমূল

সন্দেশখালি কাণ্ডে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক ঘটনা নিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি মধ্যপ্রদেশে এক গর্ভবতী মহিলাকে গণধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় এবার বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই নিয়ে প্রশ্ন করেন, ‘জাতীয় মহিলা কমিশন সেখানে যাবে না? ঘটনাস্থলে কি বিরোধীরা যেতে পারবেন?’ (আরও পড়ুন: সন্দেশখালির উত্তম ও শিবুর বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত, এরই মাঝে ‘অদ্ভূত যুক্তি’ কুণালের)

উল্লেখ্য, সংবাদসংস্থা পিটিআই জানায়, মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক গর্ভবতী মহিলাকে তিনজন মিলে গণধর্ষণ করে। এরপর সেই নির্যাতিতাকে প্রাণে মারার চেষ্টায় গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর জেরে নির্যাতিতার শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে। খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন সেই মহিলা। নির্যাতিতার বয়স ৩৪ বছর। এ নিয়ে তদন্ত চলছে। জানা গিয়েছে, গর্ভবতী মহিলার স্বামীর বিরুদ্ধে অপর এক মহিলা ধর্ষণের অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগকারী মহিলার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন নির্যাতিতা গর্ভবতী। সেখানেই তিনজন সেই গর্ভবতীকে গণধর্ষণ করে। এরপর তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে খুনের চেষ্টা করে তাকে।

কুণাল ঘোষ মধ্যপ্রদেশের এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এখন কী বলবে বিজেপি? এ বার কি তাদের তথ্য অনুসন্ধানী দল ঘটনাস্থলে যাবে? জাতীয় মহিলা কমিশন যাবে না? সিবিআই তদন্ত হাতে নেবে না? সেখানে কি মূল অপরাধী এবং তাঁদের রাজনৈতিক প্রভুরা গ্রেফতার হবেন? ঘটনাস্থলে কি বিরোধীরা যেতে পারবেন?’ এদিকে তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকেও এই বিষয়ে একটু বার্তা পোস্ট করা হয়। সেখানেও বিজেপিকে তোপ দেগে লেখা হয়, ‘বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা নয়াদিল্লিতে দলের জাতীয় কনভেনশনে ব্যস্ত। আর সেই সময়তেই ডবল ইঞ্জিন সরকারের দ্বারা চালিত মধ্যপ্রদেশে বাঁচার জন্য লড়াই চালাচ্ছেন এক অন্তঃসত্ত্বা। তাঁকে ধর্ষণের পর জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। এ বার কি সেখানে জাতীয় মহিলা কমিশনকে পাঠানো হবে? না কি মোদীর গ্যারান্টি পাওয়া রাজ্যে এই অপরাধ হয়েছে বলে সবাই নীরব থারবে?’ উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরেই সন্দেশখালিতে মহিলাদের ওপর তৃণমূল নেতাদের অত্যাচারের অভিযোগ ঘিরে মমতার সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিজেপি। এই আবহে এবার বিজেপি শাসিত রাজ্যে এক গর্ভবতী মহিলার ওপর ঘটে যাওয়া নৃশংস অপরাধ নিয়ে গেরুয়া শিবিরকে পালটা তোপ দাগল ঘাসফুল শিবির।