First Flush Tea: বৃষ্টি নেই, সংকটে উত্তরবঙ্গের ফার্স্ট ফ্লাশ চা, শুরুর মুখেই কাটল সুর

ফার্স্ট ফ্লাশ চা। অনেকের কাছেই বেশ প্রিয়। একাধিক কোম্পানি আলাদাভাবে বিক্রি করে এই চা। কিন্তু সেই চা উৎপাদন এবার সংকটে।