AAP on Kejriwal: ‘কংগ্রেসের সঙ্গে আপের জোট হলেই কেজরিওয়াল গ্রেফতার হবেন’, লোকসভার আগে আশঙ্কায় কেজরি শিবির

শিয়রে লোকসভা ভোট। তার আগে এনডিএর বিরোধী দলগুলি জোট নিয়ে আলোচনায় রয়েছে। এদিকে, তারই মাঝে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি দাবি করেছে, কংগ্রেসের সঙ্গে তাদের দলের রাজনৈতিক জোট হলে, সম্ভবত গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী, তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এই নিয়ে ইতিমধ্যেই মুখ খুলে কার্যত পর পর আশঙ্কা প্রকাশ করেছেন।

সৌরভ ভরদ্বাজ জাবি করেছেন, ইডি ও সিবিআই পরিকল্পনা করছে যাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা যায়। একধাপ এগিয়ে সৌরভের দাবি, শুক্রবার বিকেল কিম্বা আগামিকাল অর্থাৎ শনিবারের মধ্যেই কেজরিওয়ালকে গ্রেফতারির নোটিস পাঠানো হবে। সৌরভ বলেন, ‘ আমরা জানতে পেরেছি যে মুহূর্তে আপ আর কংগ্রেসের জোট সব রাজ্যে হবে, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের নোটিশ সন্ধ্যা বা আগামিকালের মধ্যে দেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে, ২৬ জানুয়ারি হাজিরার জন্য কেজরিওয়ালকে সপ্তম নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। ২০২১-২২ সালে দিল্লির আবগারী শুল্ক দুর্নীতি মামলায় তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য কেজরিওয়ালকে ডাকা হয় সদ্য। গত নভেম্বর থেকে কেজরিওয়ালকে এই মামলায় সমন পাঠানো হচ্ছে। যদিও পর পর ৬ টি বারের সমন কেজরিওয়াল এড়িয়ে যান।  

(বিস্তারিত আসছে)