Rohit Sharma And Yashasvi Jaiswal Can Reach Multiple Milestones During IND Vs ENG 4th Test

রাঁচি: প্রত্যাশামতোই টেস্ট ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সিরিজ়ের প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতলেও, পরের দুই ম্যাচ জিতে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজ় জয়ের লক্ষ্যে আজ রাঁচিতে চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test) মাঠে নামছে দুই দল। দেশের কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির গড়ে, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) কিন্তু ব্যাট হাতে একগুচ্ছ মাইলফলক স্পর্শ করতে পারেন। 

রাজকোটে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় দলকে নিজের চওড়া ব্যাটে রাজকীয় শতরান হাঁকিয়ে ম্যাচে ফেরান অধিনায়ক রোহিত শর্মা। রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টেও একাধিক মাইলফলক স্পর্শ করার হাতছানি রয়েছেন ব্যাটার রোহিতের সামনে। ঠিক কী কী রেকর্ড গড়তে পারেন রোহিত?

ভারতের ‘হিটম্যান’ লম্বা লম্বা ছক্কা হাঁকানোয় পটু। তিনি রাঁচিতে আর সাতটি ছক্কা মারতে পারলেই প্রথম ব্যাটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টি ছক্কা মারার মাইলফলক স্পর্শ করবেন। আপাতত রোহিতের দখলে তিন ফর্ম্যাট মিলিয়ে মোট ৫৯৩টি (টেস্টে ৮০, ওয়ান ডেতে ৩২৩, টেস্টে ১৯০) ছয় মারার কৃতিত্ব রয়েছে।

রোহিত আর ২৩ রান করলে চার হাজার টেস্ট রানের গণ্ডিও পার করে ফেলবেন। ভারতীয় অধিনায়ক আপাতত ৫৭টি টেস্টে ৩৯৭৭ রান করেছেন। তিনি ১৭তম ভারতীয় হিসাবে চার হাজার টেস্ট রান সম্পূর্ণ করবেন। এছাড়া এই ম্যাচেই ভারতীয় অধিনায়কের সামনে প্রথম শ্রেণির ক্রিকেটে নয় হাজার রান পূর্ণ করার সুযোগ থাকছে। তাঁর জন্য রোহিতের দরকার ৩৭ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে হাজার টেস্ট রান পূর্ণ করতে ভারতীয় অধিনায়কের প্রয়োজন ১৩ রান। আর হাফ সেঞ্চুরি হাঁকালে এশিয়ার মাটিতে ২৫০০ টেস্ট রানের গণ্ডি পার করে ফেলবেন তিনি।  

গত ম্যাচে রোহিত শর্মা শতরান হাঁকিয়েছেন বটে। তবে এই টেস্ট সিরিজ়ে সবথেকে বেশি নজর কাড়ছেন তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ইতিমধ্যেই তিনি নাগাড়ে দুই শতরান হাঁকিয়ে ফেলেছেন। আসন্ন ম্যাচে রাঁচিতে যশস্বীর সামনেও তিন রেকর্ড গড়ার হাতছানি। যশস্বী পরের ম্যাচে আরেকটি দ্বিশতরান হাঁকাতে পারলে তিনিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে ডাবল সেঞ্চুরির হ্যাটট্রিক করবেন। অর্থাৎ প্রথম ব্যাটার হিসাবে নাগাড়ে তিন টেস্টে তিনটি দ্বিশতরান করবেন।

পাশাপাশি দ্বিশতরান হাঁকালে ডনকে ছোঁয়ারও হাতছানি রয়েছে তাঁর। ডন ব্র্যাডম্যান একমাত্র ব্যাটার হিসাবে এক টেস্ট সিরিজ়ে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। মুম্বইয়ের তারকা সেক্ষেত্রে তাঁর কৃতিত্বে ভাগ বসাবেন। তবে ডাবল সেঞ্চুরি না হাঁকালেও তাঁর সামনে অনন্য কৃতিত্ব গড়ার সুযোগ রয়েছে। যশস্বী রাঁচিতে মোট ১৩৯ রান করতে পারলেই দ্রুততম ভারতীয় তথা সর্বকালীন দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে টেস্টে হাজার রানের গণ্ডি পার করবেন। দুই তারকা নিজেদের ফর্ম ধরে রেখে রেকর্ড গড়ার পালা অব্যাহত রাখতে পারেন কি না এখন সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চোট ‘বাহানা’য় ম্যাচ না খেলার সিদ্ধান্ত! শ্রেয়সের কাণ্ডে বিতর্ক, বোর্ডকে চিঠি এনসিএ প্রধানের