Sandeshkhali Update: শাহজাহান বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন স্বামী, ৫ বছর পর মুখ খুললেন স্ত্রী

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল পুলিশ। তার পর ভেড়ির মাঝখানে পাশবিক নির্যাতন করে স্বামীকে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। সেই ঘটনার পর থেকে বাড়ি ছাড়া নিহত বিজেপি কর্মী প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা। কী ভাবে স্বামীকে শাহজাহানের বাহিনী খুন করে, তার বর্ণনা দিতে গিয়ে গলা আটকে আসে তাঁর। ওই মামলায় পরে চক্রান্ত করে শাহজাহানের নাম পুলিশ বাদ দিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি।

আরও পড়ুন: জবাবদিহি চেয়েছিলেন ফিরহাদ, এবার তৃণমূল কাউন্সিলর অনন্যার বিরুদ্ধে দায়ের এফআইআর

২০১৯ সালের ৮ জুন সন্দেশখালির হাটগাছিতে খুন হন ৩ জন বিজেপি কর্মী। বিজেপির যদিও দাবি নিহতের সংখ্যা ৫। ২টি দেহ সরিয়ে ফেলেছে পুলিশ। সেদিন খুন হন বিজেপি কর্মী প্রদীপ মণ্ডল। তার পর থেকেই ঘরছাড়া তাঁর স্ত্রী পদ্মা। গত ৫ বছর ধরে গোপন ঠিকানায় দিন গুজরান করছেন তিনি। বুধবার প্রথমবার প্রকাশ্যে মুখ খুললেন নিহত বিজেপি কর্মীর স্ত্রী।

এদিন পদ্মাদেবী বলেন, ‘জামাই ষষ্ঠীর দিন শেখ শাহজাহানের নেতৃত্বে আড়াই তিন হাজার লোকের জমায়েত হয়। আমাদের বাড়িতে সশস্ত্রভাবে আক্রমণ করে দুষ্কৃতীরা। সেখানে সন্দেশখালি থানার ৪ জন পুলিশকর্মী উপস্থিত ছিলেন। তাঁরাই এসে বাড়ির সমস্ত পুরুষকে ডেকে বার করে। দুষ্কৃতীরা তাদের মারতে মারতে জলকরের (ভেড়ি) মাঝখানে নিয়ে যায়। নির্মম অত্যাচার করে আমার স্বামী প্রদীপ মণ্ডলকে খুন করা হয়। তাঁর শরীরে ৮টা গুলি করেছিল। চোখের মধ্যেও গুলি করেছিল। তাঁর শরীরে সর্বাঙ্গে তরোয়াল, দা ও ভোজালির কোপ ছিল। পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতায় শেখ শাহজাহান, কাজের মোল্লা, আখের আলি গায়েনের নেতৃত্বে বীভৎস – নির্মম নির্যাতন করে আমার স্বামীকে দুষ্কৃতীরা খুন করে’।

আরও পড়ুন: কলকাতা পুরসভার হলুদ লাইনকে থোরাই কেয়ার, নতুন করে বসে পড়ল হকাররা

ওই দিন ন্যাজাটে তৃণমূলের একটি মিছিলের পর এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বৈঠকের পর এলাকায় মিছিল করে তৃণমূল। তখনই বাড়ি থেকে বিজেপি নেতাদের ডেকে ডেকে বার করে খুন করে শাহজাহান বাহিনী। মোট ৫ জনকে খুন করা হয় বলে অভিযোগ। এর মধ্যে প্রদীপ মণ্ডল, তপন মণ্ডল ও সুকান্ত মণ্ডের দেহের হদিশ মেলে। শংকর মণ্ডল ও দেবদাস মণ্ডল আজও নিখোঁজ।