Sandeshkhali Update: সন্দেশখালিতে জনরোষের মুখে শাহজাহান ঘনিষ্ঠ TMC নেতা, ভাঙচুর হল বাড়ি

শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে শুক্রবার থেকে ফের ক্ষোভের আগুন দেখা গিয়েছে সন্দেশখালির বাসিন্দাদের মধ্যে। এবার সেই ক্ষোভের আঁচ পেলেন স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি। শেখ শাহজাহানের অনুগামী বলে পরিচিত এই তৃণমূল নেতার বাড়ি শুক্রবার ভাঙচুর করলেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ পৌঁছে উলটে গ্রামবাসীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার হুমকি দিতে থাকে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন: সন্দেশখালির শাহজাহানের বিরুদ্ধে নয়া মামলা, কলকাতার আশেপাশে ৬ জায়গায় হানা ইডির

এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছিল বেড়মজুরে। বেলা বাড়লে গ্রামবাসীরা তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে জড়ো হন। শোরগোল শুনে ঘর থেকে বেরোতেই তাঁকা মারধর শুরু করেন কয়েকজন গ্রামবাসী। কোনওক্রমে পালিয়ে প্রাণ বাঁচান তিনি। এর পর অজিতবাবুর বাড়ি ভাঙচুর করতে শুরু করেন গ্রামবাসীরা।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় শেখ সিরাজের এজেন্ট হিসাবে কাজ করে অজিত মাইতি। জমি দখল করে ভেড়ি তৈরি করত সে। ভেড়ির টাকা শেখ সিরাজের কাছে পাঠাত সে।

আরও পড়ুন: হোটেলে চলছিল মধুচক্র, হানা দিয়ে ২ নাবালিকাসহ ১১ জনকে গ্রেফতার করল পুলিশ

গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার। তাঁকে দেখে প্রকাশ্যে আসেন অজিতবাবু। এর পর যাঁরা ভাঙচুর করেছে তাদের গ্রেফতার করা হবে তৃণমূল নেতাকে আশ্বস্ত করতে থাকেন পুলিশকর্তা।

অজিতবাবুর দাবি, বিক্ষোভকারীরা বিজেপি কর্মী। চক্রান্ত করে তাঁর বাড়িতে হামলা করা হয়েছে। আমি কারও জমি দখল করিনি। তৃণমূল করায় আমাকে নির্যাতনের মুখে পড়তে হচ্ছে।

ওদিকে গ্রামবাসীদের একাংশের দাবি, আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করার নামে তৃণমূল নেতাদের বাঁচাতে সন্দেশখালিতে ছুটে বেড়াচ্ছেন পুলিশ আধিকারিকরা। নইলে বছরের পর বছর যারা গ্রামবাসীদের অত্যাচার করেছে তাদের ওপর পুলিশের এত দরদ কীসের?