MI vs DC WPL 2024 Highlights Mumbai Indians Beat Delhi Capitals by 4 Wickets

বেঙ্গালুরু: নাটকীয় শেষ ওভার। পড়ল ২ উইকেট। তাও মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জয় আটকানো গেল না। শেষ বলে ছক্কা হাঁকিয়ে প্রায় হারতে বসা ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে জেতালেন কেরলের অনামী ক্রিকেটার সাজিবন সাজনা। শুক্রবার ২০২৪ মহিলা প্রিমিয়ার লিগের (WPL 2024) প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসকে ৪ উইকেটে হারিয়ে দিল মুম্বই। ম্যাচের রুদ্ধশ্বাস পরিণতি হল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

শেষ বলে জেতার জন্য দরকার ছিল পাঁচ রান। অ্যালিস ক্যাপসিকে ছয় মেরে মুম্বই ইন্ডিয়ান্সকে জিতিয়ে দিলেন সাজিবন সাজনা। শুক্রবার মেয়েদের প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে জিতল গত বারের চ্যাম্পিয়নেরা। মুম্বইয়ের খেতাব রক্ষার লড়াইয়ের শুরুটা ভাল হল। ম্যাচের সেরা হয়েছেন হরমনপ্রীত কৌর।

প্রথমে ব্যাট করে দিল্লি তুলেছিল ১৭১/৫। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ৬ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল। জেতার জন্য শেষ ৬ বলে মুম্বই ইন্ডিয়ান্সের দরকার ছিল ১২ রান। আর দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং বল করতে এনেছিলেন এলিস ক্যাপসিকে। তখন ক্রিজে ছিলেন হরমনপ্রীত কৌর এবং পূজা বস্ত্রকার। ওভারের প্রথম বলেই পূজাকে ফেরান ক্যাপসি। ৩ বলে ১ রান করে আউট হয়ে যান তিনি। পরিবর্তে ক্রিজে আসেন অমনজোৎ কৌর। পরের ২ বলে হয় ৩ রান। শেষ ৩ বলে ৯ রান দরকার ছিল মুম্বইয়ের। এই পরিস্থিতিতে চার মেরে কিছুটা অক্সিজেন দেন হরমনপ্রীত কৌর। কিন্তু পঞ্চম বলেই ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মুম্বইয়ের অধিনায়ক।

 

শেষ বলে মুম্বইয়ের দরকার ছিল ৫ রান। দর্শকেরা ধরেই নিয়েছিলেন যে, ম্যাচ জিতবে দিল্লি। স্ট্রাইকে ছিলেন কেরল কন্যা সাজিবন সাজানা। কিন্তু এই এক বলেই অসাধ্য সাধন করে বসলেন তিনি। হয়ে গেলেন ম্যাচের আসল নায়িকা। শেষ বলে সাজানা সোজা ওভার বাউন্ডারি হাঁকান। সেই সঙ্গে রোমাঞ্চকর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে রুদ্ধশ্বাস জয় এনে দেন সাজানা।

আরও পড়ুন: বল হাতে যেন বুলেট! আকাশ দীপকে দলে নিতে জরুরি বৈঠক হয়েছিল সৌরভের সঙ্গে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন