WB DGP admits lapses at Sandeshkhali: ‘ভুল হয়েছে, মানছি তো’, সন্দেশখালিতে ফিরে স্বীকার DGP রাজীব কুমারের, কিন্তু…..

‘ভুল হয়েছে, মানছি তো’- সন্দেশখালি ফিরে এসে স্বীকার করে নিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। শুক্রবার যখন সন্দেশখালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, সেইসময় এলাকায় টহল দেওয়ার মধ্যে রাজ্য পুলিশের ডিজি স্বীকার করে নেন যে পুলিশের গাফিলতি হয়েছে। জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযোগ উঠলেও সঠিকভাবে যে পদক্ষেপ করা হয়নি, তা স্বীকার করে নেন রাজ্য পুলিশের ডিজি। তবে একইসঙ্গে এই বার্তাও দেন যে কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন। একজন আইন মানেননি বলে অপরজনও আইন লঙ্ঘন করবেন, সেটা হবে না। কেউ যদি নিজের হাতে আইন তুলে নেন, তাহলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি।

গত বুধবারই রাজ্য পুলিশের ডিজি তপ্ত সন্দেশখালিতে এসেছিলেন। তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে ‘ফাইনাল অ্যাকশন’-র জল্পনার মধ্যেই সেদিন রাত্রিবাস করেছিলেন সন্দেশখালিতে। পরদিন ফিরে গিয়েছিলেন কলকাতায়। তারপর শুক্রবার ফের সন্দেশখালিতে আসেন রাজ্য পুলিশের ডিজি। শুক্রবার যে বেড়মজুর-১ গ্রাম পঞ্চায়েত এবং বেড়মজুর-২ গ্রাম পঞ্চায়েতে নতুন করে উত্তেজনা ছড়ায়, সেখানে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের আশ্বস্ত করেন। টহল দেন এলাকায়। কোনও অভিযোগ থাকলে তা পুলিশকে জানাতে বলেন।

রাজ্য পুলিশের ডিজি স্পষ্টভাষায় জানান, কেউ যদি নিজের হাতে আইন তুলে দেন, তাহলে তাঁকে গ্রেফতার করবে পুলিশ। একজন আইন ভেঙেছেন মানে অপরজনও আইন ভাঙবেন – সেটাও কখনও বরদাস্ত করা যায় না। সেইসঙ্গে পুলিশের গাফিলতিও স্বীকার করে নেন রাজ্য পুলিশের ডিজি। একেবারে সরাসরি সংবাদমাধ্যমের সামনেই তিনি বলেন, ‘ভুল হয়েছে, মানছি তো।’ তবে কী ‘ভুল’ হয়েছে, তা নিয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি তিনি।

আরও পড়ুন: Sandeshkhali: জামিন পেলেই লন্ডনে পালাতে পারেন শাহজাহান, সন্দেশখালির ভাইজানকে নিয়ে আশঙ্কা ইডির

এমনিতে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে। বেড়মজুর-১ গ্রাম পঞ্চায়েতের কাছারি এলাকায় মাছের ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। উত্তেজিত গ্রামবাসীরা দাবি করেন, যে ব্যক্তির মাছের ভেড়িতে আগুন ধরানো হয়েছে, তিনি আদতে শাহজাহানের অনুগামী। তারইমধ্যে স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতিকে ‘জুতোপেটা’ করা হয়েছে। ভাঙচুর চালানো হয় তাঁর বাড়িতে। আছড়ে পড়ে জনরোষ। গ্রামবাসীদের দাবি, শাহজাহানের নির্দেশে স্থানীয় বাসিন্দাদের থেকে জমি দখল করে নিতেন ওই তৃণমূল নেতা।

আরও পড়ুন: ‘মহিলাকে ধাক্কা দিয়ে বন্দিদের নিয়ে ছুটল পুলিশের গাড়ি’, অভিযোগে উত্তাল সন্দেশখালি