নরেন্দ্রপুরে ওভারহেডের তার ছিঁড়ে গেল, শিয়ালদা দক্ষিণে বন্ধ ট্রেন চলাচল, ভোগান্তি চরমে

রবিবাসরীয় সকালেই থমকে গেল লোকাল ট্রেন। কারণ ওভারহেডের তার ছিঁড়ে গিয়েছে নরেন্দ্রপুরের কাছে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিপদে পড়ে যান যাত্রীরা। কারণ নির্দিষ্ট কাজ নিয়ে আজ অনেকেই বেরিয়ে ছিলেন। সেখানে পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে বলে খবর। এই তার ছিঁড়ে যাওয়ায় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। নরেন্দ্রপুর স্টেশনের কাছে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় অনেকে ভয় পেয়ে যান। আজ, রবিবার এমনিতে অফিস–কাছারি ছুটি। কিন্তু ব্যক্তিগত কাজে মানুষ বেরিয়েছেন।

এদিকে বেসরকারি অফিস কিছু খোলা থাকায় মানুষজন সেখানে পৌঁছতে ট্রেন ধরেন। কিন্তু এমন বিপত্তি ঘটে যাওয়ায় শিয়ালদা দক্ষিণ শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছুটির দিনে এই শাখায় আচমকা ট্রেন চলাচল স্তব্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন বহু সাধারণ মানুষ। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ার জেরে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে শিয়ালদা দক্ষিণ শাখায়। রবিবার সকাল ৯টা নাগাদ নরেন্দ্রপুর স্টেশনের কাছে আপ লাইনের ওভারহেড তার ছিঁড়ে যায়। আর তাই শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়। নানা স্টেশনে এখন আটকে পড়েছে একাধিক ট্রেন। তবে কাজ চলছে।

আরও পড়ুন:‌ মনোজ টিগ্গাকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে প্রার্থী করল বিজেপি, বাদ জন বারলা

অন্যদিকে ওভারহেড তার লাগিয়ে ট্রেন স্বাভাবিক চালু হতে কিছু সময় তো লাগবেই। এই ট্রেন থমকে যাওয়ার ঘটনার জেরে সোনারপুর, বারুইপুর, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, নামখানা যাওয়ার ট্রেন চলাচল থমকে গিয়েছে বলে খবর। রবিবার ছুটির দিন বলেই মানুষ নানা আত্মীয়ের বাড়ি বা ঘুরতে যান। সেখানে যেতে গিয়ে এমনভাবে ফাঁসবেন ভাবতে পারেননি কেউ। রবিবার দিনেও শিয়ালদা দক্ষিণ শাখাতে বহু মানুষ যাতায়াত করেন। যাঁদের রবিবারও কাজ থাকে তাঁদের বেরোতে হয়। সেখানে হঠাৎ ট্রেন বন্ধ হওয়ায় তাঁরা সমস্যায় পড়েন।

এছাড়া এই তার ছিঁড়ে ট্রেন বন্ধ হতেই অনেকে সড়কপথ ধরতে শুরু করেছেন। সকাল ৯টা ৪০ নাগাদ ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু আপ লাইনে ট্রেন চলাচল আপাতত থমকে রয়েছে। ওভারহেড তার জোরার পর আপ লাইনে ট্রেন চলাচল করবে বলে জানা যাচ্ছে। একটু সময় লাগলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। কারণ ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে দক্ষিণ শাখার নানা স্টেশন থেকে ট্রেনে শিয়ালদা পৌঁছতে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। সেটা কাটিয়ে ওঠা যাবে।