চতুর্থ ওভারে খরুচে তাসকিন

দ্বিতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৪ ওভারে ২৫/১

নিজের প্রথম ওভারে আভিষ্কা ফার্নান্ডোকে মাঠছাড়া করেন তাসকিন আহমেদ। তবে পরের ওভারে তার ছয় বল থেকে ১৭ রান তুলে নিলেন কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। ইনিংসের চতুর্থ ওভারে খরুচে বাংলাদেশের এই পেসার। ৪ ওভারে ১ উইকেটে ২৫ রান শ্রীলঙ্কার।

তাসকিন ভাঙলেন উদ্বোধনী জুটি

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও আভিষ্কা ফার্নান্ডো ব্যর্থ। ৭ বল খেলে কোনও রানই করতে পারলেন না শ্রীলঙ্কার ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে তাসকিন আহমেদের বলে ফিরতি ক্যাচ দেন তিনি। এক রানে প্রথম উইকেট পেলো বাংলাদেশ।

প্রথম ওভারে শ্রীলঙ্কাকে রান করতে দেননি শরিফুল

বোলিংয়ে দারুণ শুরু হলো বাংলাদেশের। উইকেট না পেলেও প্রথম ওভারে শ্রীলঙ্কাকে কোনও রান নিতে দেননি শরিফুল ইসলাম।

টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এবারও বোলিং নিয়েছে তারা। আগের ম্যাচে ৩ রানে হেরেছিল স্বাগতিকরা।

সিলেটে বুধবারের ম্যাচে বাংলাদেশ আগের একাদশ নিয়ে খেলছে। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন, দিলশান মাদুশাঙ্কা এসেছেন আকিলা ধনঞ্জয়ার জায়গায়।

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা স্কোয়াড: আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মাহিশ ঠিকশানা, দিলশান মাদুশাঙ্কা, বিনুরা ফার্নান্ডো, মাথিশা পাথিরানা।