সন্দেশখালিতে শাহজাহানের ভিটেয় সিবিআই, গেলেন সরবেরিয়া বাজারেও

ইডি আধিকারিকদের ওপর হামলায় অভিযুক্ত তৃণমূলি গুন্ডা শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছল সিবিআই। বুধবার শাহজাহানকে হেফাজতে নেওয়ার পরদিনই সন্দেশখালির সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে হাজির হয় সিবিআইয়ে দল। তবে এদিন সিল ভেঙে শাহজাহানের বাড়ির ভিতরে আর ঢোকেনি তারা। বৃহস্পতিবার বনগাঁয় শংকর আঢ্যর বাড়িতেও যায় সিবিআইয়ের আরেকটি দল। সেখানেও অনুসন্ধান চালান তাঁরা।

আরও পড়ুন: জনগর্জন সভার প্রস্তুতি মিটিংয়ে দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্য়ে মারপিট, বিরক্ত অভিষেক

বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় বাহিনীর পাহারায় সরবেড়িয়ায় পৌঁছন সিবিআই আধিকারিকরা। এর পর স্থানীয়দের কাছ থেকে পথ নির্দেশিকা জেনে পৌঁছন শাহজাহানের ভিটেয়। গাড়ি থেকে নেমে শেখ শাহজাহানের বাড়ির চারদিক ঘুরে দেখেন তাঁরা। তোলেন একাধিক ছবি। শাহজাহানের বাড়ির তালা ভেঙে তল্লাশি চালানোর পর বাড়ি সিল করে দিয়েছিল ইডি। সেই সিল ভেঙে এদিন অবশ্য বাড়ির ভিতরে ঢোকেননি তদন্তকারীরা। কয়েক মিনিটের মধ্যে কাজ সেরে বেরিয়ে পড়েন সিবিআইয়ের আধিকারিকরা। এর পর তাঁদের গন্তব্য ছিল সরবেড়িয়া বাজারে শেখ শাহজাহান মার্কেট। সেখানেও কিছুক্ষণ ঘুরে দেখেন তাঁরা। তোলেন কিছু ছবি। এর পর কলকাতার পথ ধরেন তাঁরা।

ওদিকে বৃহস্পতিবার বনগাঁয় রেশন দুর্নীতিতে গ্রেফতার তৃণমূল নেতা শংকর আঢ্যর বাড়িতে পৌঁছন সিবিআইয়ের তদন্তকারীরা। গত ৫ জানুয়ারি রাতে শংকরকে গ্রেফতার করে রওনা দেওয়ার সময় তৃণমূল নেতার বাড়ির ঠিক সামনে সিবিআই আধিকারিকদের ওপর হামলা হয়। ভাঙে সিবিআইয়ের গাড়ির কাচ। এদিন শংকরের বাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তোলেন সিবিআইয়ের গোয়েন্দারা। যেখানে হামলা হয়েছিল ছবি তোলা হয় সেই জায়গারও।

আরও পড়ুন: ভোটের মুখে ফের BSFএর বিরুদ্ধে বিষ উগরালেন মমতা, দাবি করলেন শাস্তির

ওদিকে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় জবানবন্দি দিতে বৃহস্পতিবার নিজাম প্যালেসে যান ইডির ডেপুটি ডিরেক্টর ও আক্রান্ত ১ ইডি আধিকারিক। ওই ঘটনায় ন্যাজাট থানায় দায়ের অভিযোগের নথি নিতে এদিন বসিরহাট থানায় যান সিবিআইয়ের আধিকারিকরা। ইডির ওপর হামলার ঘটনায় বুধবারই ৩টি FIR দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই।