WB Recruitment Scam: রাজবংশী স্কুলে নিয়োগেও দেদার দুর্নীতির অভিযোগ, হাইকোর্টে দায়ের হল মামলা

উত্তরবঙ্গ সফরে গেলেই রাজবংশীদের জন্য কামতাপুরি মাধ্যম স্কুল চালু করা হয়েছে বলে ফলাও করে প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কামতাপুরি মাধ্যম স্কুলের সরকারি স্বীকৃতি প্রদান ও শিক্ষক নিয়োগ নিয়ে উঠল বড়সড় দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হলেন এক শিক্ষক। যার ফলে লোকসভা ভোটের আগে আরেক প্রস্থ অস্বস্তি বাড়ল তৃণমূলের।

রাজবংশী ভাষা শিক্ষা সংসদের তরফে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে দায়ের করা ওই মামলায় দাবি করা হয়েছে, ২০১১ সাল থেকে যারা কামতাপুরি মাধ্যমে পড়িয়ে আসছেন সেই সব স্কুল ও শিক্ষকদের স্বীকৃতি দেয়নি রাজবংশী ভাষা অ্যাকাডেমি। অ্যাকাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলা হয়েছে, যে সব স্কুলকে স্বীকৃতি দেওয়া হয়েছে তাদের কোনও অস্তিত্ব নেই। যে ৭৮০ জন শিক্ষককে এই স্কুলগুলিতে নিয়োগ করা হয়েছে তাদের কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ হয়েছে তা কেউ জানে না।

বৃহস্পতিবার মামলাটি বিচারপতি বসুর এজলাসে উঠলে তিনি আগামী বৃহস্পতিবারের মধ্যে রাজবংশী ভাষা অ্যাকাডেমিকে সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেন। সেদিন ফের মামলাটির শুনানি হবে।

মামলাকারী নুলাল রায় বলেন, ‘যে স্কুলগুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেগুলি কোথায় কেউ জানে না। তাদের অনেকের অস্তিত্বই নেই। ওদিকে যারা বছরের পর বছর পড়াচ্ছে তারা স্বীকৃতি পায়নি। যে সব শিক্ষক নিয়োগ হয়েছে তাদের ইন্টারভিউ ও অন্যান্য নিয়োগ প্রক্রিয়া কোথায় হয়েছে তাও বলতে পারছে না রাজবংশী ভাষা অ্যাকাডেমি। এই সব প্রশ্নের উত্তর পেতে আমি আদালতে এসেছি।’