BCCI: টেস্ট খেললেই এবার কোটিপতি, ইংল্যান্ড সিরিজ জয়ের পর ঐতিহাসিক সিদ্ধান্ত বিসিসিআইয়ের

<p style="text-align: justify;"><strong>মুম্বই:</strong> টেস্ট খেলাকে প্রাধান্য দিলেই এবার মিলবে উপহার। তাও আবার নগদ অর্থের। অঙ্কটা প্রায় কোটির কাছাকাছি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার দল। আর এরপরই বোর্ড সচিব জয় শাহ এক বড় ঘোষণা করলেন, যা নিঃসন্দেহে বিরাট-<a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>দের তো অবশ্যই এমনকী তরুণ ক্রিকেটারদেরও টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে বাধ্য করবে।&nbsp;</p>
<p style="text-align: justify;">এক মরশুমে একজন ক্রিকেটার যত বেশি টেস্ট খেলবেন, সেই হিসেবে বাড়তি ইনসেন্টিভও পাবেন তিনি। ম্য়াচ ফি ও কেন্দ্রীয় চুক্তির অর্থের বাইরে গিয়ে সেই টাকা বোর্ডের তরফ থেকে দেওয়া হবে। জয় শাহ-র পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে, তাতে জানানো হয়েছে যে, এক বছরে যতগুলো টেস্ট ম্য়াচ খেলা হবে, তার ৭৫ শতাংশ ম্য়াচ যদি কোনও ক্রিকেটার খেলেন, তবে তাঁকে বাড়তি সাম্মানিক দেওয়া হবে। কোনও ক্রিকেটার যদি কোনও ক্রিকেটার যদি ৫০ শতাংশের কম ম্য়াচ খেলেন, তিনি সেই ইনসেন্টিভ পাবেন না। ঘোষণা অনুযায়ী, প্রথম একাদশে থাকলে ম্যাচ পিছু ৩০ লক্ষ টাকা এবং প্রথম একাদশে না থাকলে ম্যাচ পিছু ১৫ লক্ষ টাকা করে পাওয়া যাবে। বোর্ডের কোষাগার থেকে ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।</p>