Dark Parle-G: আসছে নাকি অন্য ফ্লেভারের পার্লে জি? ভাইরাল ছবি ঘিরে জল্পনা

বাজারে এবার নতুন ফ্লেভার আনছে পার্লে জি। আজকাল বাজারে অনেক ধরনের বিস্কুট কিনতে পাওয়া যায়। কিছু সস্তা আবার কিছু দামী। কিন্তু এই পার্লে জি বিস্কুট অন্য সব বিস্কুট থেকে বিশেষ এবং আলাদা। সবাই পার্লে জি বিস্কুট সম্পর্কে জানেন।বিস্কুটের সঙ্গে অনেকের শৈশবের সুখের স্মৃতিও জড়িত। এটি কেবল ভারতে নয়, সারা বিশ্বে সর্বাধিক বিক্রিত বিস্কুট। এগুলো শুধু একটি বিস্কুট নয় মানুষের জন্য একটি অভিজ্ঞতাও বটে। চা, দুধ এমনকি জলে ডুবিয়ে খেতে অভ্যস্ত এই পার্লে জির নয়া ভার্সনের খবর প্রকাশ্যে আসতেই জল্পনা উঠেছে তুঙ্গে।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় পার্লে জি বিস্কুট নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। জল্পনা, কোম্পানিটি বাজারে একটি নতুন ফ্লেভার নিয়ে আসছে এবং এই ডার্ক পারলে-জি বিস্কুটের ছবি দেখে মানুষ অবাকও হয়েছেন, উচ্ছ্বসিত হয়েছেন। কেউ কেউ এটা নিয়ে মজার ছবি ও মিমও তৈরি করছেন।

সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন যে নতুন পার্লে জি বিস্কুটে (ডার্ক পারলে-জি) চকোলেট স্বাদ যোগ করা হতে পারে। ভাইরাল ছবিতে দেখাই যাচ্ছে যে নতুন বিস্কুটের প্যাকেজিং এর ছবি পুরনো বিস্কুট থেকে পুরোপুরি আলাদা এবং বিস্কুটের রঙ তুলনামূলকভাবে পুরোপুরি কালো। যদিও সংস্থা এখনও এটি নিশ্চিত করেনি। সম্প্রতি, এই বিস্কুটগুলির একটি ছবি (ডার্ক পার্লে জি) ফেসবুকে শেয়ার করা হয়েছে, যা প্রচুর ভিউ পেয়েছে এবং ব্যবহারকারীরা এটি ব্যাপকভাবে শেয়ারও করছেন।ভাইরাল পোস্টটি X-এ @CoconutShawarma নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে পোস্ট করা হয়েছে।

  • এই পোস্টটি ভাইরাল হচ্ছে

স্বাভাবিকভাবেই নেটিজেনরা এই পোস্টে ডার্ক পার্লে জি-র ছবি দেখে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘এই ছবিগুলি সম্পূর্ণরূপে এআই দ্বারা তৈরি এবং নকল।’ অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘কালো পার্লে জির চেয়ে প্লেইন পার্লে জি অনেক ভালো।’ তৃতীয় ব্যবহারকারী লিখেছেন, আপনার প্রিয় রং কোনটি? চতুর্থ ব্যবহারকারী লিখেছেন, ‘এটি এখনও বাজারে কোথাও দেখিনি।’ কেউ কেউ আবার মজা করে লিখেছেন, ‘চা যখন পার্লে জি-র সঙ্গে ব্রেক আপ করেছিল, তখন পার্লে জি এমন কালো হয়ে গিয়েছিল।’ আর একজন লিখেছেন, ‘ঠাকুমা ঠিক বলতেন যে চা খেলে কালো হয়ে যায়।’ আবার কেউ বলেছেন, ‘হয়ত বেশি পুড়ে গিয়েছে, প্যাকেজিং করে পোড়াটাই বিক্রি করছে।’ কারও কারও দাবি, ‘জাস্টিস ফর ডার্ক পার্লে জি!’

  • দেখুন মিমগুলো

 

উল্লেখ্য, এই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার কামাল, নাকি সত্যিই পার্লে জি-র রং বদলাচ্ছে, সে বিষয়ে এখনও কোনও সত্যতা সামনে আসেনি। কোম্পানি নিজেও কোনও মন্তব্য করেনি।