Shatrughan Sinha: নিয়মিত কেন্দ্রীয় অনুদান পেয়েছেন, দাবি শত্রুঘ্নর, তৃণমূলকে তোপ বিজেপির

বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব তৃণমূল কংগ্রেস, সেই জায়গায় কেন্দ্রীয় অনুদান নিয়ে সন্তোষ প্রকাশ করলেন আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি নিয়মিত কেন্দ্রীয় অনুদান পেয়েছেন বলেই দাবি করেছেন। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির বক্তব্য, তৃণমূল বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করছে, অথচ সেই দলেরই সাংসদ তা কার্যত তা মিথ্যা প্রমাণ করে দিলেন।

আরও পড়ুন:  ‘তোর বাবার কী যায় আসে…’, হঠাৎ কেন বিস্ফোরক আসানসোলের তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা

চিকিৎসা বাবদ অর্থ অনুমোদন পেয়েছেন বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ। তাঁর বক্তব্য, খুব অল্প সংখ্যক সাংসদ এই টাকা পেয়েছেন। তৃণমূল সাংসদ জানান, তিনি নিয়মিত কেন্দ্রীয় অনুদান পেয়েছেন। অসুস্থ মানুষের চিকিৎসার জন্য বিশেষ করে ক্যানসারের চিকিৎসার জন্য অর্থ অনুমোদন করেছে কেন্দ্র। তিনি নিজের মুখেই জানান, খুব কম সাংসদ এই অর্থ অনুমোদন পেয়েছেন। এটাকে নিজের সৌভাগ্য বলেই মনে করছেন তৃণমূল সাংসদ। এর জন্য তিনি খুশি বলে জানিয়েছেন। একই সঙ্গে তৃণমূল সাংসদ জানান, তিনি বারবার দাবি করেছেন বলেই এই টাকা অনুমোদন করতে বাধ্য হয়েছে কেন্দ্র।

তৃণমূল সাংসদ দাবি করেছেন, নিজের সংসদ এলাকায় চিকিৎসার জন্য এখনও পর্যন্ত তিনি ১ কোটি ১০ লক্ষ টাকা মতো পেয়েছেন। তাছাড়া এলাকার সাংসদ উন্নয়ন তহবিল থেকে প্রায় ১৩ কোটি ২২ লক্ষ টাকার কাজ করিয়েছেন। তিনি এদিন আশ্বাস দেন, আবারও সাংসদ হতে পারলে আসানসোলে ক্যানসারের চিকিৎসার জন্য আধুনিক হাসপাতাল তৈরি করবেন।

উল্লেখ্য, এর আগে আসানসোলের সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়। তিনি সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর তৃণমূলে যোগ করেন। এরপর ওই কেন্দ্রে উপনির্বাচন হয়। ২০২২ সালে সেই উপনির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা। গত দু বছরে তিনি এলাকায় কী কাজ করেছেন? বৃহস্পতিবার তার জব কার্ড প্রকাশ করেন। 

আধুনিক ক্যানসার হাসপাতালের পাশাপাশি আসানসোলে একটি মেডিক্যাল কলেজ গড়ার ইচ্ছাও রয়েছে তাঁর। তিনি জানিয়েছেন, আসানসোল জেলা হাসপাতালের অনেক জমি রয়েছে। সেখানে মেডিক্যাল কলেজ গড়ার বিষয়ে তিনি ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। এ বিষয়ে হাসপাতালের সুপার জানান, হাসপাতালের আধুনিকীকরণ এবং উন্নতি কথা বলতে চেয়েছেন সাংসদ। এ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

কেন্দ্রীয় অনুদান নিয়ে বিজেপির কটাক্ষ, কেন্দ্র সরকার যে বঞ্চনা করেনি এটা সংসদের কথায় প্রমাণিত হচ্ছে। পালটা তৃণমূলের বক্তব্য, সাংসদ বলেছেন যে সংসদ এলাকার উন্নয়ন তহবিলের টাকা পেয়েছেন। তার মানে এই নয় যে রাজ্য তার প্রাপ্য টাকা পেয়েছে।  ১০০ দিনের প্রকল্প থেকে শুরু করে আবাস যোজনায় রাজ্য সরকার কেন্দ্রীয় বঞ্চনার শিকার।