Car rented for Election: ভোটে ব্যবহারের জন্য গাড়ি ভাড়া বাড়ল মাত্র ১০ শতাংশ, অসন্তুষ্ট বাস মালিকরা

ভোটের কাজে ব্যবহার করা হয়ে থাকে প্রচুর গাড়ি। বাস থেকে শুরু করে ভাড়া নেওয়া হয় অনেক যাত্রীবাহী গাড়ি। কিছুদিন আগেই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আর তারপরেই লোকসভা ভোটের জন্য গাড়ি ভাড়া নেওয়ার প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। এবার ভোটে গাড়ি ভাড়া ১০ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি গাড়ি চালক এবং খালাসিদের খোরাকিও ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। কোন গাড়ি কত টাকায় ভাড়া নেওয়া হবে? তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। যদিও ১০ শতাংশ ভাড়া বাড়ানোই সন্তুষ্ট নন বাস মালিকদের একাংশ।

আরও পড়ুনঃ একধাক্কায় ১৪টি আসন চেয়ে বসল আইএসএফ, জোটের রফাসূত্র এখনও রইল অধরা

কোন গাড়ির ভাড়া কত?

জানা গিয়েছে, সাধারণ বাসের ক্ষেত্রে প্রতিদিন পিছু ভাড়া ধার্য করা হয়েছে ২৫৩০ টাকা, মিনিবাসের ভাড়া ২০৯০ টাকা এবং ছোট যাত্রীবাহী গাড়ির ভাড়া চালকসহ ৮৯০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও থাকছে ম্যাক্সি ক্যাব। সেক্ষেত্রে ছোট ম্যাক্সি ক্যাবের ভাড়া ১৩১০ টাকা এবং বড় ম্যাক্সি ক্যাবের ভাড়া ১৫৬০ টাকা ঠিক করা হয়েছে। পাশাপশি ট্রাক্টরের ভাড়া ১৩২০ টাকা, অটোর ভাড়া ৫০০ টাকা এবং ই অটোর ভাড়া ৭৭০ টাকা ধার্য করা হয়েছে। এর পাশাপাশি কিছু এসি গাড়িও ভাড়া করা হবে।

প্রসঙ্গত, এবার নির্বাচনে রাজ্যের পরিবহণ সংগঠনগুলি ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিল। সেই কথা মাথায় রেখেই ভাড়া বাড়িয়েছে রাজ্য সরকার। যদিও ১০ শতাংশ ভাড়া বৃদ্ধিতে সন্তুষ্ট নন বাস মালিকদের একাংশ। এক্ষেত্রে বাস মিনিবাস সমন্বয় সমিতির পক্ষ জানানো হয়েছে, ওড়িশায় নির্বাচনে কাজে বাস ভাড়া করা হয়েছে ৩৮০০ টাকা, সেখানে এ রাজ্যে বাস ভাড়া এত কম করা হয়েছে। সেক্ষেত্রে বাস মালিকদের বর্তমান অবস্থার কথা ভেবে আরও কিছুটা ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, বাস মালিকদের আরেকটি সংগঠন অবশ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের বক্তব্য, সরকারকে ভাড়া বৃদ্ধির জন্য আবেদন জানানো হয়েছিল। সরকার তাদের কথা ভেবেছে। এতে তারা খুশি। 

প্রসঙ্গত, প্রতিবার নির্বাচনে ভোট কর্মীদের যাতায়াত থেকে শুরু করে নিরাপত্তাবাহিনীর যাতায়াত এবং নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করা হয়ে থাকে। সেক্ষেত্রে গাড়ি ভাড়ার দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকারকে। সেইমতোই এবার নির্বাচনের জন্য গাড়ি ভাড়া করতে প্রস্তুত রাজ্য সরকার।