Ramzan 2024 Wishes: শুরু হচ্ছে পবিত্র রমজান মাস, এবার শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিন প্রিয়জনদের

পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই দিন থেকেই রোজার শুরু। একমাস ব্যাপী এই পবিত্র রোজা পালনের পর খুশির ঈদ পালন করা হয়। রমজানের এই এক মাস কঠোর নিয়মের মধ্যে থাকতে ধর্মপ্রাণ মুসলমানকে।‌ ভোরে সূর্য ওঠার আগে সেহরির মাধ্যমে শুরু হয় দিন। সূর্য ডোবার পর ইফতার পালন করা হয়। রমজানের এই শুভ মহরতে প্রিয় মানুষকে জানান রমজান মাসের শুভেচ্ছা। কী লিখবেন, জেনে নিন এখান থেকে। 

  • রমজান কেবল রোজা রাখার জন্য নয়। এই দিন ক্ষুধার্তের খাওয়ানো, অন্যকে সাহায্য করা, জিহ্বাকে নিয়ন্ত্রণ করা মূল উদ্দেশ্য। এটাই রমজানের চেতনা। শুভ রমজান।
  • রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে যায়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় ও শয়তানকে বন্ধ করে দেওয়া হয়। রমজান মুবারক।
  • রমজান মাস চলেই এল। এই মাস আমাদের ইমানকে তাজা করার সুযোগ। শুভ রমজান।
  • রমজানের দীর্ঘ সময় হল ধৈর্যের মাস আর ধৈর্যের মাস হল জান্নাত। শুভ রমজান।
  • আজানের পুণ্যেই আমি তুমি ধনবান হয়ছ উঠতে চাই। সেই ধনের বিনিময়েই পাব রোজাদারদের সেরা পুরষ্কার। আল্লাহ্তালার দান মোবারক হো মোবারক হোক মাহে রমজান।
  • আল্লাহর সঙ্গে আমরা যখন সম্পর্ক পুনরুদ্ধার করি, তখন তিনি আমাদের সবকিছু ফিরিয়ে দেন। রমজান মোবারক।
  • আলহামিদুলিল্লাহ্, আবার চলে এল রমজান, চলে এল আল্লাহর ক্ষমা ও নিয়ামত কামনা করার সময়।
  • পবিত্র রমজান হল আমাদের পেটকে খালি করে আত্মাকে খাওয়ানোর সময়। এটিই সবচেয়ে ভালো‌ সময়। রমজান মুবারক।