‘‌আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই’‌, লোকসভা নির্বাচনের প্রাক্কালে মেজাজি দিলীপ

বিজেপির সাংসদ দিলীপ ঘোষ। এখনও তিনি আছেন নিজের মেজাজেই। দল তাঁর রাজ্য সভাপতির পদ কেঁড়ে নিয়েছে। সরিয়ে দিয়েছে সর্বভারতীয় সহ–সভাপতি পদ থেকে। আছেন এখন বিদায়ী সাংসদ হিসাবে। টিকিট পেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন। না পেলে শুধু বিজেপি নেতা হয়ে যাবেন। এই আবহে বিতর্কিত মন্তব্য করেই চলেছেন তিনি। এখানের তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা লোকসভা নির্বাচনে প্রার্থী জুন মালিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, সুন্দর মুখ দেখে আর ভোট দেবে না। আবার তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণ করে বলেছেন, কানের নিচে দু’থাপ্পড় মারলে ৭ দিন শুনতে পাবে না। বুকে পা দিয়ে ১৮টা এমপি জিতিয়েছি। আর এবার নিজের মেজাজ হারিয়ে পাল্টা মেজাজি ভাষায় বললেন, ‘‌আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই’‌।

এই মন্তব্য নিয়ে এখন রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। আসলে দু’‌দিন আগে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস কর্মীদের থেকে দিলীপ ঘোষকে ‘‌চোর চোর’‌ স্লোগান শুনতে হয়। তাতেই তাঁর মেজাজ খারাপ ছিল। একদিন আগেই তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি দিয়ে দিলীপ বলেন, ‘‌এভাবে ভোট করবেন ভাবলে, আমরা কিন্তু অন্য কিছু দিয়ে ভোট করব। কানে দুল পরে যারা চেঁচাচ্ছে, দিলীপ ঘোষ তাদের ভয় পায় না। ২ লাখের বেশি ভোটে যদি না হারিয়েছি তোমাদেরকে এবারে, তোমরা সবাই আমার নাম নেবে না।’‌ আর আজ সেটা সব মাত্রা ছাড়িয়ে গেল। সরাসরি সন্ত্রাসের ভাষা ব্যবহার করার জেরে আতঙ্ক তৈরি হয়েছে জেলায়।

আরও পড়ুন:‌ মর্মান্তিক মৃত্যু হল বনগাঁর তিন যুবকের, মুম্বইতে কাজ করতে গিয়ে প্রাণ গেল দুর্ঘটনায়

এদিকে আজ, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের ঘোলায় মোড়ে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখান থেকেই আগের দিনের ঘটে যাওয়া ঘটনার পালটা দিলেন দিলীপ ঘোষ। যা নিয়ে এখন শোরগোল পড়ে গিয়েছে গোটা জেলায়। তৃণমূল কংগ্রেসকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন সাংসদ দিলীপ ঘোষ। চা চক্র শেষে আজ সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই ওঠে প্রার্থী তালিকা প্রসঙ্গ। প্রথম দফায় তাঁর নাম বা মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থীর নাম উঠে আসেনি। তা নিয়ে বিড়ম্বনায় আছেন দিলীপ। তবে সে বিষয়ে অসন্তোষের কোনও কারণ নেই বলেই স্পষ্ট জানান দিলীপ।

অন্যদিকে আগের দিনের ঘটনা তাঁকে মনে করিয়ে দেওয়া হয়। এমন হলে নির্বাচনী প্রচারে তাঁর অসুবিধা হবে কিনা তা জানতে চাওয়া হয়। তখন তৃণমূল কংগ্রেসকে সরাসরি নিশানা করেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের উপর তাঁর ক্ষোভের কথা উগরে দেন। দিলীপ ঘোষ বলেন, ‘‌তৃণমূলের পুরনো লোকজন জানে আমার ওদের উপর কতটা রাগ আছে। এখানে যত দাদাগিরি ছিল সব বন্ধ করে দিয়েছি। আগামী দিনে আরও বন্ধ করব। ওনারা যদি মনে করেন দাদাগিরি করে ভোট করিয়ে নেবেন, গুন্ডামি করবেন। তাহলে জেনে রাখুন, দিলীপ ঘোষের থেকে বড় গুন্ডা আর কেউ নেই।’‌