IPL 2024: চেন্নাই শিবিরে যোগ দিলেন কিউয়ি ত্রয়ী, প্রথমবার আইপিএলের মঞ্চে রাচিন রবীন্দ্র

<p style="text-align: justify;"><strong>চেন্নাই:</strong> আইপিএল খেলতে চেন্নাই পৌঁছে গেলেন নিউজিল্য়ান্ডের তিন ক্রিকেটার ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার। তিনজনই সিএসকে দলের সদস্য। প্রথম জন ও তৃতীয় জন আইপিএলে আগে খেললেও রাচিন রবীন্দ্র এর আগে কখনও আইপিএলে অংশ নেননি। তিনি প্রথমবার এই মেগা ক্রিকেট টুর্নামেন্টের অংশীদার হতে চলেছেন। সিএসকে তাঁদের সোশ্যাল মিডিয়ায় তিন কিউয়ি তারকার চেন্নাই শিবিরে যোগ দেওয়ার ছবি পোস্ট করেছে। আগামী ২২ মার্চ টুর্নামেন্টের প্রথম ম্য়াচে আরসিবির বিরুদ্ধে খেলতে নামবে সিএসকে।</p>
<p style="text-align: justify;">আইপিএলের মঞ্চে মিচেল স্যান্টনার অভিষেক করেছিলেন ২০১৯ সালে। সেই থেকে সিএসকের জার্সিতেই খেলে আসছেন। তিনি মোট ১৩ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে মোট ৫৬ রান করেছেন ৮ ইনিংসে। আরসিবির জার্সিতে ২০২২ <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে নিজের অভিষেক করেছিলেন ড্যারিল মিচেল। কিন্তু মাত্র ২ টো ম্য়াচই খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। সেখানে মোট ৩৩ রান করেছিলেন। গত মরশুমে চোটের জন্য খেলতে পারেননি। এবার একেবারে নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে নামবেন এই ডানহাতি। কিন্তু রাচিনের জন্য এবারই প্রথম আইপিএল। গত ওয়ান ডে বিশ্বকাপ থেকে ধূমকেতুর মত উত্থাণ হয়েছে ২৩ বছরের এই তরুণ ক্রিকেটারের। দলের আরো এক কিউয়ি তারকা ডেভন কনওয়েকে যেমন এবার প্রথম দিকে পাচ্ছে না চেন্নাই। আঙুলের চোট রয়েছে তাঁর। হয়ত টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের আগে ফিরে আসবেন তিনি।&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>