Bhwanipur murder: ̥ভবানীপুরের ব্যবসায়ীকে ঠান্ডা মাথাতেই খুন, ৫০ লক্ষ টাকা নিয়েছিল ধৃত অনির্বাণ

ভবানীপুরের ব্যবসায়ী ভব্য লাখানি খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্ত ও উত্তর কলকাতার বাসিন্দা সুমন দাস নামে দু’জন। তদন্তকারীদের অনুমান, পুরনো শত্রুতা জেরেই পরিকল্পনা করে খুন করা হয়েছে ব্যবসায়ীকে। যদিও অনির্বাণ দাবি করে এসেছে রাগের মাথাতে সে এমন কাণ্ড করেছে। তবে তদন্তকারীদের অনুমান বেশ কয়েক মাস ধরে ভব্য লাখানিকে খুনের ছক কষেছিল অনির্বাণ। এরপর ঠাণ্ডা মাথাতেই খুন করা হয়েছে ব্যবসায়ীকে। সেক্ষেত্রে কী শত্রুতা ছিল? তা জানার চেষ্টা করছেন লালবাজারের গোয়েন্দারা।

আরও পড়ুনঃ ভবানীপুরের ব্যবসায়ীকে খুন করে জলের ট্যাঙ্কে দেহ লুকিয়ে রাখল বিজনেস পার্টনার!

ভব্য লাখানিকে খুনের পরে জলের ট্যাঙ্কে দেহ রেখে রাতারাতি ইটের গাঁথনি তোলা হয়েছিল। দুজন রাজমিস্ত্রি সেই কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সেই ২ রাজমিস্ত্রিকে বৃহস্পতিবার আটক করে পুলিশ। তাদের নাম হল- নিজামুদ্দিন এবং সৈয়দ আবেদিন। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, মূল অভিযুক্ত অনির্বাণ গত ৬ মাসে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিল। আর সেই টাকা ৩ টে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। যার মধ্যে একটি অ্যাকাউন্ট রয়েছে অনির্বাণের এক বান্ধবীর নামে। ওই অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা ট্রান্সফার করা হয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। যদিও ওই মহিলা পুরো বিষয়টা জানতেন কি  না সে সম্পর্কে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা। সেক্ষেত্রে মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

অনির্বাণের পরিবার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, বিভিন্ন পানশালা এবং নামি হোটেলে গিয়ে মোটা টাকা খরচ করত অনির্বাণ। এমনকী পেশায় শিক্ষিকা স্ত্রী এবং সেনাবাহিনীর প্রাক্তন কর্মী শ্বশুরের কাছ থেকেও বিভিন্ন সময় সে মোটা টাকা নিয়েছে। 

এদিকে, বৃহস্পতিবার অনির্বাণের নিমতার বাড়িতে ফরেনসিক দল গিয়ে নমুনা সংগ্রহ করেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, সোমবার বালিগঞ্জের সার্কুলার অফিসে গিয়েছিলেন পেশায় ওষুধ ব্যবসায়ী ভব্য লাখানি। তারপর সেখান থেকে বেরিয়ে তিনি নিমতায় বিজনেস পার্টনার অনির্বাণের বাড়িতে চলে গিয়েছিলেন। জানা গিয়েছে, বিভিন্ন সময় অনির্বাণের কাছ থেকে ৫০ লক্ষ টাকা ফেরত চেয়েছিলেন ব্যবসায়ী। এরপর সোমবার তাঁকে নিমতায় বাড়িতে ডেকে পাঠায় অনির্বাণ। সেখানে জোড়াবাগানের বাসিন্দা সুমন দাসের সঙ্গে হাত মিলিয়ে খুন করে অনির্বাণ। যদিও অনির্বাণ দাবি করেছে, সে ৫০ লক্ষ টাকার মধ্যে ৩৩ লক্ষ টাকা ইতিমধ্যেই ফিরিয়ে দিয়েছে। পুলিশের বক্তব্য, যে নৃশংসভাবে ভব্য লাখানিকে খুন করা হয়েছে তাতে শুধুমাত্র টাকা লেনদেনের বিষয়টি নয় আরও অন্য বিষয় থাকতে পারে। তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা।